নিউজফ্রন্ট, ওয়েওডেস্কঃ
সোমবার সুপ্রিম কোর্ট ২০১৯ নাগরিকত্ব সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের শুনানি করতে সম্মত হয়েছে ১৮ ডিসেম্বর। সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি প্রধান বিচারপতি এসএ বোবদের সামনে বিষয়টি পেশ করেছেন।
সিএএ অনুসারে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে অনুপ্রবেশকারী অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব অর্জনের শর্তাবলী সরকার গ্রহণ করেছে। আইনে বলা হয়েছে ২০১৪, ৩১ ডিসেম্বরের আগে ওই তিনটি দেশ থেকে যেসব হিন্দু, শিখ, জৈন, পার্সী, খ্রিস্টান অভিবাসীরা ভারতে প্রামাণ্য নথি ছাড়াই প্রবেশ করেছে, তাদের ক্ষেত্রে এই আইনটি অসুবিধা সৃষ্টি করবে না। কিন্তু মুসলিম অভিবাসীদের ক্ষেত্রে প্রামাণ্য নথি পেশ করতে না পারলে তাদের কারাগার বা হাজতবাস হওয়ার কথা উঠেছিল।
প্রথম পিটিশনটি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ দায়ের করেছিল। কংগ্রেস নেতৃবৃন্দ জয়রাম রমেশ এবং টিএন প্রথাপন, টিএমসির সাংসদ মহুয়া মৈত্র, এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওওয়াইজি, নেপালে ভারতের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে প্রাক্তন ভারতীয় হাই কমিশনার দেব মুখার্জি, প্রাক্তন আইএএস অফিসার সোমসুন্দর বুড়া এবং অমিতাভ পান্ডে সুপ্রিম কোর্টে এই আইন নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন।
পিটিশন যুক্তি দিয়েছিল যে অভিযুক্ত আইন প্রয়োগের বিষয়টি সংবিধানের ১৪ অনুচ্ছেদ এবং ২১ অনুচ্ছেদের অধীনে মৌলিক প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। ৭ জানুয়ারি, ২০১৯ থেকে অচলাবস্থা আইন যৌথ সংসদীয় কমিটির রিপোর্টকেও অ্যাকর্ডের শর্তাবলী উপেক্ষা করে আইন করা হয়েছে। অনাবৃত আইনটি সর্বানন্দ সোনোয়াল বনাম ভারতের ইউনিয়ন (২০০৫) ৫ এসসিসি ৬৬৫ ধারায় এই মাননীয় আদালতের আইন অনুসারেও রয়েছে এবং আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ভারত কর্তৃক অনুমোদিত ও সম্মত হওয়া আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলিকে বহন করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584