রাজু আনসারী, মুর্শিদাবাদঃ
বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার ঘোড়াইপাড়ায় একটি বিড়ির কোম্পানির সামনে বিড়ির কোম্পানির মালিক এবং মার্চেন্ট -এর বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।

এইদিন CITU-র নেতা তথা জেলার বিড়ির ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ আজাদ জানান, বিগত বেশ কয়েকদিন ধরে ফরাক্কা ঘোড়াইপারা, শিকারপুর সহ ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকার বিড়ি শ্রমিকরা সঠিক মূল্য পাচ্ছে না বিড়ি মার্চেন্ট বা মালিকদের তরফ থেকে। আর সেই বিষয়ে আজকে ফরাক্কা ঘোড়াইপাড়া একটি বিড়ি কোম্পানির সামনে বিক্ষোভ দেখানো হয়।

তারপর বিড়ি কোম্পানির ম্যানেজারের সাথে একটি বৈঠক করা হয় এবং বিড়ির শ্রমিকদের সঠিক মজুরির বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকের শেষে বিড়ি কোম্পানির ম্যানেজার জানান, বিড়ির শ্রমিকরা যেন সঠিক মজুরি দেয় সেই বিষয়ে বিড়ির মার্চেন্টদের সঙ্গে আলোচনা করবো।
আরও পড়ুনঃ পড়ুয়াদের স্কুল ফেরাতে,”বন্ধু স্কুল চলো” কর্মসূচি উদয়চাঁদ হাইস্কুলের
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন CITU বিড়ি ইউনিয়নের সম্পাদক মোজাফফর হোসেন, CITU নেতা দিলীপ মিশ্র সহ আরও অন্যান্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584