নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বিনা ব্যয়ে শ্রমিক ট্রেনের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকার ও রেল দফতরকে, কর্মহীনদের প্রয়োজনীয় অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা, প্রচেষ্টা প্রকল্পের আওতায় সবাইকে অন্তর্ভুক্ত করা, ঘরের ছেলে মেয়েদের ঘরে ফেরানো সহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা প্রদান ও বিমার পরিমাণ বৃদ্ধি করা, বিদ্যুৎ বিল মকুব করা প্রভৃতি দাবি সমূহের ভিত্তিতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ, কাঁথি -১,কাঁথি-৩, হেঁড়িয়া, খেজুরী,রামনগর, বালিসাই, পটাশপুর, মুগবেড়িয়া, ভগবানপুর, এগরা,বালিঘাই প্রভৃতি ব্লকে বিক্ষোভ, ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়।
দেশপ্রাণ ব্লকে নেতৃত্ব দেন সিআইটিইউ নেতা মামুদ হোসেন, সুতনু মাইতি, তাপস মিশ্র, তরুণ মাইতি, ইউনুসউদ্দিন, গৌতম দাস,পৃথ্বীরাজ শীট,জহর দাস,দিলীপ চন্দ,সেখ সফিউল অালি, প্রবীর বেরা প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি-১ ব্লকের কর্মসূচিতে নেতৃত্ব দেন সিআইটিইউ জেলা নেতা হরপ্রসাদ ত্রিপাঠী,মামুদ হোসেন, কানাই মুখার্জি, অতুল্য সুন্দর উকিল, জয়দেব পণ্ডা, তেহরান হোসেন,প্রনব করণ,নন্দন রাউত,সলিলবরণ মান্না,সেখ সাত্তার,বাসুদেব রাউল,বিদ্যুৎ পাত্র,প্রভাকর হাজরা,অনন্ত দাস,সেখ জান প্রমুখ নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব
কাঁথি-৩ব্লকের কর্মসূচিতে নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, রাজনারায়ণ দাস, অশোক পণ্ডা, খাজা আবুল আলি,অনন্ত পণ্ডা প্রমুখ নেতৃবৃন্দ। সিআইটিইউ নেতা মামুদ হোসেন বলেন পরিযায়ী শ্রমিকরা দেশের সম্পদ সৃষ্টির কারিগর।
অথচ কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে শ্রমিকরা আজ উপেক্ষিত । কর্মহীন দের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করার জায়গায় পুঁজিপতিদের অর্থনৈতিক প্যাকেজ দিতে ব্যস্ত।সর্বস্তরের মানুষকে জনবিরোধী নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মামুদ হোসেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584