শ্যামল রায়, পূর্বস্থলীঃ
পাওয়ার লুম কারখানায় শ্রমিকদের শাড়ি বুননের ক্ষেত্রে মজুরি কমিয়ে দেওয়ার প্রতিবাদে সি আই টি ইউ অনুমোদিত পূর্ব বর্ধমান জেলা তাঁত শ্রমিক বাঁচাও ইউনিয়নের ডাকে মিছিল অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার ইউনিয়নের কয়েকশো শ্রমিক জাহান্নগর থেকে কালনা কাটোয়া রোড হয়ে শ্রীরামপুর ফকিরতলা পর্যন্ত মিছিলে হাঁটেন। মিছিলের নেতৃত্বে ছিলেন ইউনিয়নের জেলা সহ-সভাপতি প্রবীর মজুমদার।
তিনি জানিয়েছেন যে পূর্ব নির্ধারিত মজুরি না দেওয়া পর্যন্ত শ্রমিকরা শাড়ি তুলবে না। বর্তমানে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। অথচ পাওয়ারলুমের মালিকরা কোন বৈঠকের মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে উদ্যোগ গ্রহণ করেনি।
তিনি আরও জানিয়েছেন যে পূর্বস্থলী এক নম্বর ও দুই নম্বর ব্লক জুড়ে ছোট-বড় পঞ্চাশটি পাওয়ার লুম কারখানা রয়েছে। যার শ্রমিকের সংখ্যা চার হাজার। লকডাউনের আগে শ্রমিকরা একটি শাড়ি বুনন করে মজুরি পেতেন ১৮০ টাকা। বর্তমান কারখানাগুলো চালু করতেই মালিকরা শ্রমিকদের জানিয়ে দেন যে তারা পূর্ব নির্ধারিত মজুরি দিতে পারবেন না। একশো টাকা করে মজুরি দেবেন। শ্রমিকরা কেউ মানতে চাইছেন না, অভিযোগ, সামান্যতম টাকায় তাদের সংসার চালানো সম্ভব নয়। তাই পূর্ব নির্ধারিত মজুরি তাদের দিতে হবে।
আরও পড়ুনঃ ভুট্টার কারণে ডালখোলায় যানজট, শিলিগুড়ি রুটে বাস চালানো বন্ধ মালিকদের
তিনি আরও জানিয়েছেন যে ইতিমধ্যে দুটি কারখানা শ্রমিকদের পূর্ব নির্ধারিত মজুরি দিয়ে কাজ শুরু করে দিয়েছে। অথচ বাদবাকি কারখানার মালিকরা দাবি মানছে না শ্রমিকদের। পাওয়ার লুমের শুধুমাত্র লুঙ্গি বুননের ক্ষেত্রে মজুরি নিয়ে কোনো টালবাহানা নেই মালিকদের মধ্যে। অথচ শাড়িগুলোর ক্ষেত্রে শ্রমিকদের মজুরি কেন কমিয়ে দেবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই নিয়ে কয়েকদিন ধরে তোলপাড় এবং বিক্ষোভ – মিছিল – অবরোধ চলছে বিভিন্ন এলাকায় এলাকায়।
প্রবীর মজুমদার জানিয়ে দিয়েছেন যে শ্রমিকদের পূর্ব নির্ধারিত মজুরি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে এবং বিক্ষোভ অবরোধ আন্দোলন অব্যাহত থাকবে। যদিও মালিক পক্ষ থেকে বলা হয়েছে আলোচনার মধ্যে আমরা সমাধান চাইছি কিন্তু এখনও পর্যন্ত শ্রমিকরা এগিয়ে আসেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584