শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
বাইকের ধাক্কায় মৃত্যু হল এক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের।
জানা গেছে, এই দিন সকালে ডিউটিতে যাচ্ছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার ঠিক সেইসময়ে মহিপাল রাজ্য সড়কের ওপর, অপরদিক থেকে আসা বাইকের সাথে ধাক্কা লাগে তার।গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে ও তার অবস্থার আরো অবনতি ঘটলে বাড়ির লোকজনেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু কলকাতা পৌছানোর আগেই মৃত্যু ঘটে সিভিক ভলেন্টিয়ার এর।
পুলিশ সূত্রে জানা যায় মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম ইউনুস আলী (৩২)। তিনি কুশমন্ডি থানার চুনখৈর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ওই এলাকার ইউনাইটেড ব্যাংকে বেশকিছুদিন ধরেই নিরাপত্তারক্ষী হিসেবে কর্তব্যরত ছিলেন। রোজকার মত সকালবেলা ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন সেই সময় ঘটে বিপত্তি।
আরও পড়ুনঃক্যাব-এনআরসি বাতিলের দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
ঘটনার পর এলাকাবাসীরা ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। যদিও এখন অব্দি ওই ঘাতক বাইক চালককে আটক করতে পারেনি কুশমন্ডি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584