নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ
জলঙ্গীতে কর্তব্যরত অবস্থায় মৃত্যু এক সিভিক ভলেন্টিয়ারের,গুরুতর আহত এক ভিলেজ।ঘটনাস্থলে উপস্থিত ডোমকল মহকুমার এসডিপিও সন্দীপ সেন এবং জলঙ্গী থানার ওসি বিপ্লব কর্মকার।
মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সজিবুর ইসলাম এবং গুরুতর আহত ভিলেজ পুলিশ জাহাঙ্গীর আলম(লালন)।জাহাঙ্গীর আলম আপাতত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত্রে ভিলেজ পুলিশ এবং দুই সিভিক ভলেন্টিয়ার মিলে জলঙ্গীর বারোমাসিয়া মঠে রাত্রে ডিউটি করছিল,কর্তব্যরত অবস্থায় আনুমানিক রাত্রি ২ঃ৩০ মিনিট নাগাদ মোষ পাচারকারীর কাছ থেকে নেওয়া ঘুষের টাকার ভাগাভাগি করার সময় তাদের মধ্যে বচসা বাধে।
আরও পড়ুনঃ কাটোয়ায় ট্রেনে অসুস্থ হয়ে যুবকের মৃত্যু
তখন মোতাহার হোসেন নামে এক সিভিক ভলান্টিয়ারের আক্রমনে ঘটনাস্থলেই মৃত্যু হয় সজিবুরের।গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে স্থানীয়রা উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে পাঠায়।
সেখান থেকে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে।সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার মোতাহার হোসেন সহ মোট দুই জনকে গ্রেফতার করে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584