জীব সেবায় শিবায়ন

0
400

পিয়ালী দাস, বীরভূমঃ

করোনা ভাইরাসের প্রতিরোধে যাদের মাক্স কেনার ক্ষমতা নেই তাদের জন্য নিজের এক মাসের বেতন ৮ হাজার টাকা দিয়ে মাক্স ও সাবান কিনে বিতরন করলেন রামপুরহাট থানার সিভিক ভলেন্টিয়ার শিবায়ন ভট্টাচার্য। শিবায়ন জানান আমার জেলা পুলিশ থেকে মাক্স বিতরন চলছে কিন্তু প্রত্যন্ত গ্রামে মাক্স কিনে পরতে পারছেন না অনেকেই। তাদের কথা চিন্তা করেই আমার এই ব্যাক্তিগত উদ্যোগ।

civic volunteer distribute mask and shop to protect coronavirus | newsfront.co
নিজস্ব চিত্র

আমি চাই সবাই সচেতন ও সুরক্ষিত থাক। আমার দেশের মানুষ সুস্থ থাকলে তবেই আমরা ভালো থাকবো। তার এই ব্যাক্তিগত উদ্যোগকে প্রশংসা করে স্থানীয় ব্যাবসায়ী বসিরুদ্দিন সেখ স্বপন। তিনি বলেন শিবায়নের এই উদ্যোগকে মন থেকে সমর্থন করি। এভাবে সবাই যদি উদ্যোগ নেন তাহলে সকলে সুরক্ষিত হতে পারবে, অনেকেই সুরক্ষিত হতে চাইছেন কিন্তু টাকা দিয়ে মাক্স কেনার হ্যান্ডওয়াস কেনার ক্ষমতা নেই।

আরও পড়ুনঃ ভিন রাজ্য থেকে আসা রেলযাত্রীদের রেল স্টেশনে পরীক্ষা স্বাস্থ্য দপ্তরের

এভাবে সকলে সাধ্য মতো করলে দেশে কোন মানুষ অসুরক্ষিত থাকবেন না। প্রসঙ্গত উল্লেখ্য যে এই সিভিক ভলেন্টিয়ার শিবায়ন ভট্টাচার্য কিছুদিন আগে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে মরনত্তোর দেহ দান করেছেন। অন্যদিকে জনতা কারফিউ কথা মাথায় রেখেই রামপুরহাট হেল্পিং হ্যান্ড নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা, রামপুরহাট স্টেশন, বাসস্ট্যান্ডে যতো গৃহহীন ভবঘুরে অসহায় মানুষ আছেন তাদের হাতে খাবার ও জল পৌঁছে দেন।

সংস্থার এক সদস্য জানান, আজ সমস্ত দোকান, হোটেল সব বন্ধ। চাইলেও এরা খাবার পাবেন না, তাই এদের কথা মাথায় রেখে আমরা তিনশ জনের মতো খাবার রেডি করে প্যাকেটে করে দিচ্ছি জলের বোতল সহ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here