দুর্ঘটনাগ্রস্থ পিতা, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দিলেন সিভিক ভলেন্টিয়ার

0
94

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

মানবিকতা যে কতটা মহৎ হতে পারে তার বিশেষ এক উদাহরণ হয়ে রইল কলকাতা পুলিশের হাওড়া ট্রাফিক গার্ডে কর্মরত সিভিক ভলেন্টিয়ার মহম্মদ নিয়াজউদ্দিনের এক অসামান্য সাহায্যে। সামান্য এক সিভিক ভলেন্টিয়ার তিনি, বেতন পান অন্যান্য সহকর্মীদের থেকে অনেক কম। কিন্তু তার মনটা যে কত বড়, তার প্রমাণ মিলল ক্ষতবিক্ষত বিধ্বস্ত বাবাকে দুর্লভ সাহায্যের ঘটনায়।

civic volunteer | newsfront.co
মহম্মদ নিয়াজউদ্দিন , সিভিক ভলেন্টিয়ার ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ১৬ নভেম্বর থেকে রাজ্যে শুরু হবে ভোটার তালিকা সংশোধনের কাজ

ছেলের ২০ দিন অন্তর নতুন রক্তের প্রয়োজন হয়। তাই সমস্ত কিছু ভুলে প্রত্যেক ২০ দিন অন্তর যেভাবেই হোক রক্ত জোগাড় করতে হয় বাবা হাওড়া মালিপাঁচঘড়ার শুভেন্দু ভুক্তকে। কিন্তু বাধ সেধে ছিল শুক্রবারের লকডাউন। শুক্রবার ছিল সুপ্রিয়র ব্লাড ট্রান্সফিউশনের দিন।

কিন্তু এবারে লকডাউনের জন্য স্বেচ্ছা-রক্তদাতা না পেয়ে শুভেন্দু ঠিক করেন, ব্লাড ব্যাঙ্কে গিয়ে নিজের রক্ত দিয়ে বিনিময়ে ছেলের জন্য প্রয়োজনীয় গ্রুপের রক্ত আনবেন। কিন্তু লকডাউনের মধ্যে বেরিয়ে তাড়াহুড়োয় হাওড়া ব্রিজে ওঠার মুখেই দুর্ঘটনায় পড়েন। রাস্তায় বাইকের চাকা কোনও ভাবে পিছলে যায়। তাতে ক্ষতবিক্ষত হয়ে পোশাকে রক্তের দাগ লাগে।

আরও পড়ুনঃ নিয়মের বাঁধনে ম্লান গৌরি মায়ের ঝাপান মেলা

শুক্রবার সকাল ১১ টা নাগাদ ওই ঘটনায় ক্ষতবিক্ষত হয়েও ওই অবস্থাতেই ফের শহরে আসছিলেন শুভেন্দু।
এদিকে হাওড়া সেতুর মুখে চলছিল কলকাতা পুলিশের নাকা চেকিং। রক্তাক্ত বাইক আরোহীকে দেখে থামানো হয়। স্বাভাবিক ভাবেই কর্তব্যরত পুলিশ অফিসারেরা বাইক আরোহীর কাছে জানতে চান তাঁর শরীরে, জামা-কাপড়ে রক্তের দাগ লাগল কি ভাবে? আর শুভেন্দু বাবুর মুখে গোটা ঘটনাটি শুনে এক মূহুর্ত সিদ্ধান্ত নিতে দেরি করেননি মহম্মদ নিয়াজউদ্দিন।

নিজে এগিয়ে আহত শুভেন্দুবাবুকে আশ্বস্ত করে বলেন, তার বদলে তিনিই শুভেন্দুবাবুর সন্তানের জন্য রক্ত দেবেন। নিয়াজুদ্দিনের এই সিদ্ধান্তের কথা শুনে সঙ্গে সঙ্গেই নাকা চেকিংয়ে উপস্থিত অফিসারেরা তাঁকে শুভেন্দুর সঙ্গে যাওয়ার অনুমতি দেন। পদ্মপুকুরে ব্লাড ব্যাঙ্কে গিয়ে ‘এ পজিটিভ’ রক্ত দেন মহম্মদ নিয়াজুদ্দিন। তবে সেই রক্ত ছেলের রক্তের গ্রুপের সঙ্গে না মিললেও পরিবর্তে ছেলের জন্য ‘ও পজিটিভ’ রক্ত দিয়ে দেয় ওই ব্লাড ব্যাঙ্ক। মানবিক এই সিভিক ভলেন্টিয়ারের ছোট্ট ভালবাসায় ফের জীবনীশক্তি ফিরে পায় ১১ বছরের ছোট্ট সুপ্রিয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here