বারাসাতে ‘ভাষা চেতনা সমিতি’-র সম্প্রীতি মিছিল

0
283

নিজস্ব প্রতিনিধি,নিউজ ফ্রন্ট, বারাসাত: বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বহু পুরণো কালের।হঠাৎ করে কিছু  সুযোগ সন্ধানী মানুষ তাকে নষ্ট করার অপচেষ্টা করে চলেছে। কিন্তু বাংলার শান্তিকামী মানুষ তাকে প্রতিরোধ করতে বদ্ধপরিকর।

এই উদ্দেশ্যে ই গতকাল ভাষা ও চেতনা সমিতি সহ একাধিক গণ সংগঠনের উদ্যোগে বাদুড়িয়া-বসিরহাট এলাকায় সাম্প্রদায়িক লড়াইয়ের বিরুদ্ধে ও সম্প্রীতির জন্য এক মিছিলের আয়োজন করে। বিকেল সাড়ে পাঁচটার সময় বারাসাত স্টেশন থেকে চাঁপাডালির মোড়,ডাক বাংলোর মোড় হয়ে কলোনির মোড়ে এসে মিছিল শেষ হয়।প্রায় পাঁচ কিমি পথ মিছিলে অংশ গ্রহণকারী ব্যক্তিরা হাঁটেন।মিছিল শেষ হয় সন্ধ্যা সোয়া সাত টার সময়।উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়ে বক্তব্য রাখা হয়।বক্তাগণ সমস্বরে সম্প্রীতি রক্ষার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।মিছিল থেকে মানুষকে সচেতন করার ডাক দেওয়া হয়।গুজবে কান না দিয়ে এলাকায় শান্তি প্রতিষ্ঠার আবেদনসহ দোষীদের ধর্ম-বর্ণ না দেখে উপযুক্ত শাস্তির দাবী জানানো হয়।ফ্রেন্ডস অফ ডেমোক্রেসি, বন্দিমুক্তি কমিটি, মৈত্রী,AICF এর সদস্যসহ এলাকার শান্তিপ্রিয় মানুষ মিছিলে অংশ নেয়।সম্প্রীতি রক্ষায় এই ভাবে সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here