NEET UG 2021: নিট-ইউজি ২০২১-র পরীক্ষা ১২ সেপ্টেম্বর, আগামীকাল থেকে অনলাইনে আবেদন

0
97

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট-ইউজি) ২০২১-র পরীক্ষা হবে আগামী ১২ সেপ্টেম্বর ; সারাদেশের বিভিন্ন কেন্দ্রে হবে পরীক্ষা, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

NEET UG
প্রতীকী চিত্র

শিক্ষামন্ত্রী তাঁর ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) নিট ইউজি ২০২১ পরীক্ষার আয়োজন করবে ১২ সেপ্টেম্বর। সারা দেশজুড়ে বিভিন্ন কেন্দ্রে কোভিড বিধি মেনে পরীক্ষার আয়োজন করা হবে। এনটিএ-র ওয়েসবাইটে আগামীকাল বিকেল পাঁচটা থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে।

শিক্ষামন্ত্রী আরো জানিয়েছেন, করোনা আবহে শারীরিক দূরত্ব বিধি নিশ্চিত করতে এবার ১৫৫টি শহরের বদলে ১৯৮টি শহরে নেওয়া হবে পরীক্ষা। ২০২০ সালে পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সংখ্যা ছিল ৩৮৬২, এবার বাড়ানো হবে তাও।

আরও পড়ুনঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে জয়েন্ট এন্ট্রান্স বন্ধের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

কোভিড বিধি মেনে চলতে সব কেন্দ্রে পরীক্ষার্থীদের দেওয়া হবে মাস্ক, পরীক্ষার্থীদের প্রবেশ ও বেরোনোর ভিন্ন ভিন্ন সময় থাকবে। এছাড়াও কন্টাক্টলেস রেজিস্ট্রেশন, যথাযথ স্যানিটাইজেশন ও শারীরিক দূরত্ব বিধি মেনে পরীক্ষার্থীদের বসানোর ব্যবস্থা করা হবে।

আরও পড়ুনঃ উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ মামলাকারীরা

সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিএসএসএস, বিইউএমএস,বিএইচএমএস কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা আয়োজন করে এনটিএ। আগামীকাল বিকেল পাঁচটা থেকে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ntaneet.nic.in-এ নিট ইউজি ২০২১ পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here