নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
গত দুর্গাপুজোর নবমীর দিন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া তৃণমূল কার্যালয় অফিসে কিছু দুষ্কৃতী দ্বারা গুলিবিদ্ধ হয়ে খুন হতে হয়েছিল কুরবান শাহকে।
সেই খুনের ঘটনায় পুলিশ কিনারা করে গ্রেফতার করল বিজেপি নেতা আনিসুর রহমান ও তার সঙ্গী শেখ মোবারক কে। সোমবার তমলুক জেলা দায়রা আদালতে অভিযুক্তদের তোলা হয়।
অন্যদিকে কুরবানের স্ত্রী বলেন অবিলম্বে যারা এই কুকর্মের সঙ্গে যুক্ত তাদের যাতে ফাঁসি হয়, তাহলে আমার স্বামীর আত্মা শান্তি পাবে, এটাই মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি।
অন্যদিকে বিজেপি নেতা বলেন কুরবানের মৃত্যুতে বিজেপি জড়িত নয় এটা আমি অনেকদিন আগেই বলেছি। এলাকায় তৃণমূল নেতারাই এর সঙ্গে জড়িত কারণ ওই এলাকায় বিজেপি কোন কর্মসূচি করেনি দীর্ঘদিন ধরে।
এদিন কোর্টে তোলার সময় বিজেপি নেতা আনিসুর রহমান বলেন আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে। এদিকে পুলিশ সুপার ডিসালমান নেশা এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান আমরা আইনি প্রক্রিয়ায় সমস্ত দোষীদের গ্রেফতার করছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584