শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
সবুজ সাথীর সাইকেল চুরির অভিযোগকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ নদিয়া জেলার হাঁসখালির কৈখালিতে। দুই দলের ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন এই সংঘর্ষে। এক বিজেপি কর্মী ও তাঁর ছেলের গুরুতর আহত তাঁদের কলকাতার অ্যাপোলো ও এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় তৃনমূলের বুথ সভানেত্রী ও তাঁর ছেলেকে।
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, শুক্রবার বেনালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, স্থানীয় বিজেপি নেতা বিমল বিশ্বাস ও তাঁর ভাই তপন তিনজন সম্মিলিত ভাবে সবুজ সাথীর সাইকেল বিক্রি করছিলেন। খবর পেয়ে প্রতিবাদ করেন তৃণমূল বুথ সভানেত্রী শীলা বিশ্বাস বাধা দেন এবং তখন গুলি চালায় বিজেপি কর্মী-সমর্থকরা। অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেত্রীর স্বামী ও তাঁর দলবল মিলে হামলা চালায় বিজেপি কর্মীদের ওপর।
রাতে এই ঘটনায় শক্তিনগর জেলা হাসপাতালে রানাঘাট উত্তর-পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সমীর পোদ্দারের নেতৃত্বে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি, তবে এই ঘটনাকে ‘রাজনীতির দুর্বৃত্তায়ন’ বলে উল্লেখ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584