নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
রবিবার পূর্ব মেদিনীপুর জেলায় নন্দীগ্রাম দিবসে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। ভাঙাবেড়িয়ায় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির দুই শিবিরের মধ্যে ব্যাপক হাতাহাতি হয় এদিন। শুভেন্দুকে ঢুকতে দিতে নারাজ তৃণমূল পন্থীরা।

বচসা, ধস্তাধস্তিতে পৌঁছে যায় পরিস্থিতি। চরম উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত, গোকুলনগরের অধিকারী পাড়া এবং ভাঙাবেড়িয়া দু’জায়গাতেই মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। ভাঙাবেড়িয়ায় এসে পৃথকভাবে মাল্যদান করেন সাংসদ দিব্যেন্দু অধিকারীও।


অন্যদিকে, ভাঙাবেড়িয়ায় উপস্থিত হয়েছেন তৃণমূলের ব্রাত্য বসু, পূর্ণেন্দু বসু, দোলা সেনরা। সবমিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতির মাঝেই শহীদ বেদীতে মাল্যদান করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ উত্তপ্ত নন্দীগ্রাম! শহীদ বেদীতে মালা দিতে বাধা শুভেন্দুকে
এদিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “যারা এর সঙ্গে যুক্ত তাদের প্রমোশন করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু চিরকাল শহীদ পরিবারের সাথে ছিল ও থাকবে। দু’চারটা লোক দিয়ে শুভেন্দু কে আটকানো যায় না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584