তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
বিতর্কিত একটি জমির দখলকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর মহকুমার চোপরা ব্লকের হাপতিয়াগছের ঝরুগছ গ্রামে। গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ২ পক্ষের মোট ৯ জন আহত হয় বলে জানা গিয়েছে। আহতদের প্রথমে দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়।
গুলিবিদ্ধ আনোয়ারুল হক-সহ বেশ কয়েকজনকে পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ও ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দিয়েছে চিকিৎসক৷ ঘটনাস্থলে ছুটে গেছে চোপড়া থানার পুলিশ। তদন্ত শুরু করার পাশাপাশি এড়িয়া ডোমিনেশন শুরু করেছে পুলিশ৷
জানা গিয়েছে, এই বিতর্কিত জমি ছিল তিন একর জায়গা জুড়ে। মঙ্গলবার সকালে ওই বিতর্কিত জমিতে নজরুল ইসলাম ও তার লোকজন চা পাতা তুলতে যায়। অভিযোগ অনোয়ারুল হকের লোকেরা নজরুলদের ওপর সশস্ত্র হামলা চালায়। আনোয়ারুল হকের পক্ষে থাকা লোকদের পাল্টা দাবি নজরুল ইসলামের লোকেরাই তাদের উপরে হামলা চালিয়েছে৷ এই হামলায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুলি চালানো ও ধারালো অস্ত্র নিয়ে পরিকল্পিত আক্রমণের অভিযোগ করেছে ৷
আরও পড়ুনঃ নেই একশো দিনের কাজ, অপুষ্টিতে ভুগছে খড়িয়া বস্তি
তবে প্রকৃত ঘটনা জানতে তদন্তে নেমেছে চোপড়া থানার পুলিশ। এলাকায় এখনও ব্যাপক উত্তেজনা রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584