নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর-বালেশ্বর বিভাগে হিজলি স্টেশনে হিজলি ওয়াশিং পাইপ লাইন বসানোকে কেন্দ্র করে রবিবার রাতে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্খপুর শহরের ঝুলি এলাকা।
দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি।গুলি এবং তরোয়ালের আঘাতে দুপক্ষের চারজন জখম হন।গুলিবিদ্ধ একজনকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।দুই গোষ্ঠীর যখম চারজন হলেন সাহিল সোনকার,শিবা সাবান্ত,হেমান্ত সোনকার ও ধর্মরাজ সোনকার।
হিজলি স্টেশনে ওয়াশিং পাইপ লাইন বসাকে কেন্দ্র করে গত তিনমাস ধরে ঝুলি এলাকার দুই গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা ছিল।এই উত্তেজনা কমাতে রবিবার সন্ধ্যায় দুপক্ষের একটি বৈঠক হয়,বৈঠক থেকে ফেরার পথে দুই গোষ্ঠী লোকজন নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে গুলিতে জখম হয় সাহিল নামে এক যুবক।স্থানীয় একজনের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।
আরও পড়ুনঃ ট্রাক-বোলেরোর সংঘর্ষে আহত ১২
সংঘর্ষে জখম তিন জনকে খড়্গপুর মহকুমা হাসপাতাল এবং একজনকে খড়্গপুর হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পরে বিশাল পুলিশবাহিনী ঝুলি এলাকায় টহল দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584