নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
রেলের জমিতে বসবাসকারীদের উচ্ছেদের খবরে ধুন্ধুমার কাণ্ড বাঁকুড়া শহরে। ঘটনাস্থলে বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার গেলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।বাঁকুড়া শহরের স্টেশন মোড় থেকে পাটপুর এলাকায় রেলের জমিতে গত পঞ্চাশ বছর ধরে বেশ কিছু পরিবার বাস করেন।
পুনর্বাসনের ব্যবস্থা না করে ‘ভূমিহীন’ এই মানুষ গুলিকে রেলের তরফে ‘উচ্ছেদ করা’র চেষ্টার অভিযোগ ওঠে। সোমবার সকাল থেকে এই ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন।
খবর পেয়ে বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার সেখানে গেলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান তারা। একই সঙ্গে সাংসদকে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়। উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানিয়ে পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএমকে চিঠি দেন আন্দোলনকারীরা।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে কটুক্তির অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে
একই সঙ্গে বেশ কিছুক্ষণ শহরের রবীন্দ্র সরণীতে প্রতীকী পথ অবরোধে অংশ নেন সংশ্লিষ্ট সকলেই। অবরোধের ফলে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল অবরুদ্ধ হয়ে পরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584