নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
রাজ্য বিজেপির বিভিন্ন বিভ্রান্তিমুলক বিষয় নিয়ে সরব হলেন তৃণমূল নেতৃত্ব। ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের কোয়ারেন্টাইনে থাকা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। ভিন রাজ্য থেকে মালদহের চাঁচলে যেসব শ্রমিকরা ফিরে এসেছেন তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের যেন কোন সমস্যা না হয় তা দেখছে রাজ্য সরকার ।
কিন্তু ওই শ্রমিকদের নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি। একইভাবে করোনা ও আমপান নিয়েও বিজেপি রাজ্য সরকারের দূর্নাম করতে উঠেপড়ে লেগেছে। এমনই অভিযোগ তুলে সরব হলেন মালতীপুর বিধানসভার তৃণমূলের কো-অর্ডিনেটর তথা প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি।
আরও পড়ুনঃ ৩০ জুন পর্যন্ত বাংলায় বাড়ল লকডাউনের মেয়াদ
সোমবার মালতীপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত বৈঠকে তৃণমূল নেতা বক্সি বলেন, করোনা সঙ্কটে মুখ্যমন্ত্রী দিনরাত এক করে কাজ করছেন। আমপানের বিপর্যয়ের পরেও জনজীবন যাতে দ্রুত স্বাভাবিক হয় তা নিয়েও মুখ্যমন্ত্রী দিনরাত কাজ করে চলেছে। আর বিজেপি কাজের কাজ কিছু না করে উল্টে মানুষকে বিভ্রান্ত করে চলেছে।
তিনি বলেন, আমপানে এক লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। অথচ কেন্দ্র মাত্র এক হাজার কোটি টাকা দেওয়ার কথা বলেছে। কিন্তু সেই টাকা এখনও দেয়নি। যদিও উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু বলেন, ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিক, করোনা থেকে আমপান নিয়ে কারা কি করছেন, কারা রাজনীতি করছেন তা সকলেই দেখছেন। মিথ্যে অভিযোগ তুলে কোনও লাভ হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584