নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে এবার ধুন্ধুমার বাঁধলো মহানগরে। ধস্তাধস্তি হল পুলিশ-পার্শ্বশিক্ষকদের মধ্যে। বেতন কাঠামো পুনর্গঠন সহ একাধিক দাবি নিয়ে আজ, সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন পার্শ্ব শিক্ষকরা।
এর আগে একই দাবিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছিল আন্দোলনকারীদের। এমনকী বিকাশ ভবনও ঘেরাও হয়। কিন্তু বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি বলে অভিযোগ পার্শ্ব শিক্ষকদের। এরপরই বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ হিসাবে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় পার্শ্ব শিক্ষকদের তরফে। কথামতো এদিন শুরু হয় নবান্ন অভিযান।
কিন্ত এদিন পার্শ্ব শিক্ষকদের এই অভিযান শুরুর আগেই রেড রোড, শহিদ মিনার, লেডডি ডাফরিন রোড ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে নবান্নের পথে এগনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। ফলে শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারী শিক্ষকদের ধস্তাধস্তি। পরে লেডি ডাফরিন রোড সহ বেশ কয়েকটি জায়গায় অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীর।
আরও পড়ুনঃ মুখে হিন্দু বললেই হবে,সিএএ এর জন্য কোন কাগজপত্র লাগবে না: সায়ন্তন বসু
তবে এই প্রথম নয়, এর আগেও পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে পুলিশি দমন-পীড়নের অভিযোগ উঠেছিল। এবারও একই অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকরা জানান, বেতন কাঠামো পুনর্গঠন সহ অন্যান্য দাবি-দাওয়ার বিষয়ে যতদিন না সরকারের কাছ থেকে কোনও সদোত্তর পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত এই বিক্ষোভ চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584