বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত ইন্দাস

0
37

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার ইন্দাস থানার হেয়াৎনগর গ্রাম। দু’পক্ষের মধ্যে বোমাবাজি, বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। বছর ঘুরতেই বিধানসভা ভোট। এখন থেকেই বিভিন্ন দলে রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, শাসক-বিরোধী সংঘর্ষ ততোই বাড়ছে।

destroyed house | newsfront.co
নিজস্ব চিত্র

এবার বিজেপি তৃনমূল সংঘর্ষে উত্তপ্ত হল বাঁকুড়ার ইন্দাস থানার হেয়াৎনগর গ্রাম। সোমবার সন্ধ্যে থেকে দুপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালীন এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িও।

Broken car | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে খবর, সোমবার হেয়াৎনগর গ্রামে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করছিল বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময়ই স্থানীয় তৃনমূল কর্মীদের সঙ্গে বচসা বাধে বিজেপি কর্মীদের। বিজেপির দাবি, এই ঘটনার জেরে সন্ধ্যের ঠিক আগে তৃণমূল বহিরাগতরা গ্রামের বিজেপি কর্মীদের বাড়ির সামনে বোমাবাজি করে।

আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে ফের কড়া লকডাউনের আওতায় উত্তর চব্বিশ পরগনা

বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও বিজেপি কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে। মারধর করা হয় গ্রামের মহিলা ও শিশুদেরও। রাস্তার ধারে থাকা নলবাহিত পানীয় জলের কলও হামলাকারীরা ভেঙে দেয় বলে অভিযোগ। যদিও বিজেপি কর্মীদের এই অভিযোগ অসত্য বলে দাবি করেছে তৃণমূল।

আরও পড়ুনঃ মাধ্যমিকের ভার্চুয়াল ফলপ্রকাশের দিকেই পাল্লা ভারি, মার্কশিট মিলবে পরে

তৃণমূলের দাবি, গতকাল পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্থানীয় খোশবাগে একটি দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিল তৃণমূল কর্মীরা। সেই সুযোগে বিজেপি কর্মীরা হেয়াৎনগর এলাকায় থাকা তৃণমূল কার্যালয়ে ঢুকে তিন তৃনমূল কর্মীকে বেধড়ক মারধর করে। গতকাল রাতে সংঘর্ষের খবর পেয়ে ইন্দাস থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যুযুধান দুই শিবিরের কর্মী সমর্থকদের সরিয়ে দেয়। উত্তেজনা থাকায় এলাকায় নজরদারি শুরু করেছে ইন্দাস থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here