সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
বিষয় না বিষ, আমপানে ক্ষতিগ্রস্ত সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিভিন্ন জায়গায় মারামারি ঘটনা ঘটছে। এদিন দেখা গেল ঢোলাহাট থানার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুর গ্রামের নিজের ভাগের টালি চাইতে যাওয়ায় জেঠার ছেলে কিংকর মন্ডল এবং তার পরিবার, কাকার ছেলে বিশ্বনাথ মন্ডল এবং তার পরিবারকে বেধড়ক মারধর করে।
অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় থানায়। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে কিংকর মন্ডলের সঙ্গে বিশ্বনাথ মন্ডলের গন্ডগোল লেগেই ছিল, এমনকি আইনি মামলাও পর্যন্ত চলছে।
আরও পড়ুনঃ সাহায্য দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্যদের
আমপানে ক্ষতিগ্রস্ত ঘর সংস্কারের জন্য পুরনো বাড়িতে নিজের ভাগের টালি আনতে যায় বিশ্বনাথ মন্ডল, সেখানে কিংকর মন্ডলের সঙ্গে বচসা বাধে তার। পরে ঘরে ফিরে এসে গ্রামকে জানাবার উদ্দেশ্যে বের হতে গেলে হঠাৎ কিংকর মন্ডল এবং তার পরিবার লাঠি,রড নিয়ে বিশ্বনাথের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং চলে বেধড়ক মার।
আরও পড়ুনঃ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের
বিশ্বনাথের পরিবারের লোকজন বাঁচাতে গেলে তাদের উপরেও চলে অত্যাচার। আক্রান্তদের গুরুতর আহত অবস্থায় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। বিশ্বনাথ মন্ডল এই বিষয়ে ঢোলাহাট থানায় একটি এফআইআর দায়ের করেছেন। দোষীদের খোঁজ করছে প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584