নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বছরের শেষ দিনগুলি যেন দুর্ঘটনার ঘনঘটায় মোড়া।বড়দিনের সময় সকলেই বেরোচ্ছেন আনন্দ করতে আর রাস্তার মাঝেই সেই আনন্দ যেন বিষাদে পরিনত হচ্ছে।গত কয়েকদিন ধরে পথদুর্ঘটনায় পুর্ব-পশ্চিম মিলিয়ে প্রায় জনা দশেক প্রান হারিয়েছেন,তাদের সেই শোক কাটতে না কাটতেই ফের আজ সকাল যাত্রীবাহী বাসের সঙ্গে পর্যটক বোঝায় বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে পুর্ব মেদিনীপুরের রামনগরে।জানা গিয়েছে,শুক্রবার সকাল ৫.৩০টা নাগাদ রামনগরের ফতেপুরের কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে আহত হয়েছেন অনেকেই।স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহতদের উদ্ধার করে রামনগর হাসপাতালের পাশাপাশি কাঁথি ও দিঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,এদিন সকালে দীঘা থেকে মা ভবানী নামের একটি বাসটি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রী নিয়ে।অন্যদিকে ঝাড়গ্রাম থেকে দীঘা যাচ্ছিল একটি বাস পর্যটক নিয়ে।রাস্তায় ঘন কুয়াশার মাঝে রামনগরের ফতেপুরের কাছে প্রচন্ড গতিতে থাকা বাস দুটির মুখোমুখি ধাক্কা লেগে যায়।এর ফলে দুই বাসে থাকা প্রায় সমস্ত যাত্রীই আহত হন।ঘটনাস্থলের সামান্য দূরেই রয়েছে রামনগর দমকল বিভাগের অফিস। ঘটনাটি জানতে পেরেই তাঁরা দ্রুত ছুটে যায় দুর্ঘটনাস্থলে।তাঁদের তৎপরতাতেই আজকের দুর্ঘটনায় একটিও প্রাণ হানি ঘটেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আরও পড়ুন: দেওরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে নিগ্রহ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584