নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
এক নাবালিকার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার সাবলি গ্রামে।মৃত নবম শ্রেণীর ছাত্রীর নাম আল্লাদি সোরেন।
পনেরো বছর বয়সী আল্লাদি সোরেন বুধবার রাতে নিজের বাড়িতে ওড়নার ফাঁস গলায় লাগিয়ে ঝুলতে থাকে। বিষয়টি তার বাড়ির লোকেরা দেখতে পেয়ে তাকে দ্রুত নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বাবুরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ সিএএ-এনআরসি-র বিরোধিতায় জনজোয়ারে সামিল ডোমকলবাসী
মৃতের বাবা লখিন্দর সোরেন বলেন বাড়ির কারো সাথে ওর কোন ঝগড়া হয় নি ,কেউ ওকে কিছুই বলেনি ,তা সত্ত্বেও কেন যে ও গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো তা ভাবতে পারছিনা।
তাই আল্লাদির আত্মহত্যার ঘটনায় তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্তে পাঠায়। সেই সঙ্গে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584