আজও খোঁজ মেলেনি ঈদের দুদিন আগে নিখোঁজ হওয়া মাধ্যমিক শিক্ষার্থীর

0
77

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

কান্দি থানার অন্তর্গত মহলন্দী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ওরফে বাদশা, গত ১২ দিন ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার।

Rafikul Islam | newsfront.co
রফিকুল ইসলাম। ফাইল চিত্র

বাদশার মা লাইলা বিবি জানান, তার স্বামীর নাম নুরতাজুল হক, দুই ছেলে এক মেয়েকে পাঁচজনের সংসার। ছোটো ছেলে রফিকুল ইসলাম দশম শ্রেণীর ছাত্র। গত ১১মে মঙ্গলবার সকাল ১১টার সময় বাড়ি থেকে মায়ের কাছ থেকে চুল কাটা এবং রঙ করার জন্য ১০ টাকা নিয়ে ছোটো লাল সাইকেলে বেরিয়ে যায়। তারপর আর বাড়ি ফেরেনি সে। বাড়ি থেকে যাওয়ার সময় পরনে ছিল আকাশী ফুল প্যান্ট, গায়ে ফ্রী ফাওয়ার লাল গেঞ্জি, গায়ের রঙ শ্যাম বর্ণ, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি।

Woman | newsfront.co
লায়লা বিবি, রফিকুলের মা। নিজস্ব চিত্র
Rofikul House | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় ‘যশ’- এর দাপটে দক্ষিণ ২৪ পরগনা থেকে পূর্ব মেদিনীপুরে শুরু বিক্ষিপ্ত বৃষ্টি

রফিকুল বর্তমানে মহলন্দী জি সি এস হাইস্কুলের দশম শ্রেনির ছাত্র। ১১ তারিখ থেকে খোঁজ না পেয়ে ১৪ তারিখ কান্দি থানাতে নিখোঁজ ডায়েরি করা হয়, তারপর কান্দি থানার পক্ষ থেকে মাইকিং করা হলেও এখনও পর্যন্ত কোনো খোঁজ নেই মাধ্যমিক শিক্ষার্থী রফিকুল ইসলাম ওরফে বাদশার। দিশেহারা মা ছেলের অপেক্ষায়! কবে ফিরবে আমার ছেলে, মুখ পানে চেয়ে আছে মা লাইলা বিবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here