স্কুল খোলার দাবিতে সুপ্রীম কোর্টের দ্বারস্থ দ্বাদশ শ্রেণীর ছাত্র, ক্ষতি হচ্ছে মানসিক স্বাস্থ্যের

0
67

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

করোনা পরিস্থিতির কারণে প্রায় দুবছর যাবৎ বন্ধ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। চলছে শুধুই অনলাইন ক্লাস। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলি ইতিমধ্যেই ঘোষণা করেছে যে স্কুল-কলেজ খোলার ব্যাপারে চিন্তা ভাবনা চলছে। এই পরিপ্রেক্ষিতে দিল্লির এক দ্বাদশ শ্রেণীর ছাত্র দ্বারস্থ হয়েছেন সুপ্রীম কোর্টের। তাঁর আবেদন ভাসা ভাসা কথা ছেড়ে স্কুল- কলেজ খোলার ব্যাপারে সরকার দ্রুত যুক্তিসঙ্গত, সামগ্রিক সিদ্ধান্ত নিক।

Online Education
ছবি সৌজন্যেঃ দ্য হিন্দু

দেশের সর্বোচ্চ আদালতের কাছে মামলাকারী ওই ছাত্র অমর প্রেম প্রকাশের আবেদন, আদালত একটি সময়সীমা নির্ধারণ করে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিক সেই সময়ের মধ্যে তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য। অমর প্রেম প্রকাশ তাঁর আবেদনে বলেছেন, দেশের একটা বড় অংশের পড়ুয়া যারা প্রান্তিক শ্রেণীর , তাদের অনলাইন ক্লাস করার জন্য যাবতীয় সরঞ্জাম সংগ্রহ করা সম্ভব নয়। তারা ‘শিক্ষার অধিকার’ থেকে বঞ্চিত হচ্ছে, যা আদতে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের মধ্যে পড়ে।

আরও পড়ুনঃ ইউপিএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিজেপির পছন্দ অনুযায়ী তৈরি, দাবি মুখ্যমন্ত্রীর

এছাড়া সবথেকে বেশি দুশ্চিন্তার কথা হলো, পারিবারিক প্রয়োজন মেটাতে এই প্রান্তিক শ্রেণীর পড়ুয়াদের অধিকাংশই শিশু শ্রমিকে পরিণত হচ্ছে। এই পড়ুয়াদের অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় সব কিছু জোগাড় করার বা গৃহ শিক্ষক রাখার কোনটারই আর্থিক সামর্থ নেই।

আরও পড়ুনঃ আন্দোলনের ফল, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে চালু হচ্ছে আরবি

অমর তাঁর পিটিশনে লিখেছেন, “এটি যে শুধুই আমার বক্তব্য এমন নয়, এই ইস্যুতে গোটা ছাত্রসমাজের আবেগ আমি এই পিটিশনে তুলে ধরেছি।” আবেদনে অমর প্রকাশ সিং তুলে ধরেছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি লিখেছেন, ” ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়ুয়াদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য। গভীর ডিপ্রেশন ও একাকিত্বের শিকার হয়ে পড়ছে তারা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here