ইউপিএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিজেপির পছন্দ অনুযায়ী তৈরি, দাবি মুখ্যমন্ত্রীর

0
52

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ইউপিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক দেখা দিয়েছে। পরীক্ষায় প্রশ্ন এসেছে পশ্চিমবঙ্গের ‘ভোট সন্ত্রাস’ নিয়ে। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক চরমে।

Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শুধু বাংলার ভোট সন্ত্রাস নয়, ব্যাখ্যামূলক উত্তর লিখতে বলা হয়েছে ‘কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা’ তা নিয়েও। এইসব কিছু নিয়ে তীব্র নিন্দা করেছিল তৃণমুল কংগ্রেস। এবার এই নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এইসব প্রশ্নই আগাগোড়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মুখ্যমন্ত্রী বলেন, “ইউপিএসসি একটি স্বতন্ত্র নিরপেক্ষ সংস্থা। তারা কিভাবে এই ধরনের প্রশ্ন করতে পারে তা দেখে আমি ব্যথিত। এই প্রশ্ন বিজেপির পছন্দ করে দেওয়া।” তিনি বলেন, চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন করার অর্থ পরীক্ষার্থীদের মনে আগে থেকেই একটি দলীয় রং লাগিয়ে দেওয়া। অত্যন্ত আপত্তিকর প্রশ্ন , সাধারণ মানুষ বা পরীক্ষার্থীরা চাইলে এনিয়ে আদালতের দ্বারস্থ হতে পারেন।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারিত মহুয়া দাস

পশ্চিমবঙ্গে ভোট সন্ত্রাস বা কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা বা রাজনীতিতে পরিবারতন্ত্র এই প্রতিটি প্রশ্নই নির্দিষ্ট রাজনৈতিক দলের মত অনুযায়ী করা। প্রশাসনিক স্তরে চাকরিতে যোগ দেওয়ার আগেই পরীক্ষার্থীদের মনে বিরোধী শিবির সম্পর্কে বৈরিতা তৈরি করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ ৭৫ তম স্বাধীনতা দিবসে ভারতের সবচেয়ে বড় জাতীয় পতাকা কোথায় উড়বে জানেন?

সাংবাদিক বৈঠকে বিজেপির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এদিন বলেন ,”জোর করে সংবিধান, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করবেন না। মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেবেন না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here