নবদ্বীপে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান

0
37

শ্যামল রায়, নবদ্বীপঃ

 

নবদ্বীপ শহরের উপকণ্ঠ পাঁচমাথা মোড়ে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ হলঘরে সুরের তরী আয়োজিত শাস্ত্রীয় সংগীত অনুষ্ঠিত হলো।

song| newsfront.co
নিজস্ব চিত্র

এই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন বিশিষ্ট ব্যক্তি দেব কুমার বন্দোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন তবলা বাদক সঞ্জীব পাল।

song2| newsfront.co
নিজস্ব চিত্র

অনুষ্ঠানের শুরুতে ভজন পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কাজল চক্রবর্তী। তবলা বাদক ছিলেন সোমনাথ গোস্বামী। সরোদ রাগ মধুবন্তী পরিবেশন করেন দেবাশীষ চক্রবর্তী। তবলায় ছিলেন রাজু বসাক। তবলা লহরা উপস্থিত দর্শকদের মন ভরিয়ে তোলেন প্রশান্ত রায়। হারমোনিয়ামে ছিলেন দুলাল কুন্ডু। খেয়াল পরিবেশন করেন প্রদীপ্তা নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন অমিত আনন্দ রায় বলাই দেবনাথ বাবুসোনা বসু। চতুরঙীতে কীর বাণী কাফী ও ভৈরবীর মধ্যে দিয়ে সমাপ্তি সংগীত পরিবেশন করা হয়।

আরও পড়ুনঃফালাকাটার গ্রাম পঞ্চায়েতগুলিতে নারী-শিশু সচেতনতা শিবিরের আয়োজন

সমগ্র অনুষ্ঠানের পরিচালক ছিলেন বিশিষ্ট শিক্ষক সঙ্গীতজ্ঞ মুকুল মন্ডল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুমন পাঠক ও দোলা পাঠক। শীতের মরশুমে নবদ্বীপে শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা ভীষণভাবে খুশি ও  সংগীত শুনে আপ্লুত বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here