নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগের ভিত্তিতে যে তদন্ত শুরু হয়েছিল সেই তদন্তের শেষে তিন বিচারপতি নেতৃত্বাধীন ইন হাউস কমিটির তরফ থেকে তাঁকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো।এই ইন-হাউস কমিটিতে ছিলেন বিচারপতি এসএ বোবদে, বিচারপতি ইন্দু মালহোত্রা ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ৷
সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় ” এই রিপোর্ট
উর্দ্ধতন বিচারপতির হাতে জমা দেওয়া হবে৷” তবে রিপোর্টে ঠিক কি রয়েছে, তা প্রকাশ্যে আনা যাবে না বলেও জানানো হয়েছে ৷ পাশাপাশি বিবৃতিতে জানানো হয়েছে রঞ্জন গগৈর বিরুদ্ধে আনা অভিযোগের কোনও সারবত্তা ছিল না ।
প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বিরুদ্ধে যৌন নির্যাতনের মত এক ভয়ঙ্কর অভিযোগ তুলেছিলেন একসময় সুপ্রিম কোর্টে অফিস সহযোগী হিসেবে কর্মরতা ৩৫ বছরের এক মহিলা।
২০১৪ এর মে মাস থেকে ২০১৮ এর ডিসেম্বর মাস পর্যন্ত সুপ্রিম কোর্টে কর্মরতা ওই মহিলা প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বিরুদ্ধে গত ১৯ সে এপ্রিল অভিযোগ আনেন ২০১৮ সালের ১০ এবং ১১ ই অক্টোবর প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নিজস্ব আবাসিক এর অফিসে ওই মহিলার উপর যৌন নির্যাতন করেন।একটি বদ্ধ খামের চিঠিতে ওই মহিলা বিস্তারিত বর্ণনার সাথে অভিযোগ পত্র জমা দিয়েছিলেন ।
পাশাপাশি মহিলা অভিযোগ তুলেছেন তাকে গত ২০১৮ এর ডিসেম্বর মাসে অপমানজনকভাবে জোরপূর্বক চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল । চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর থেকে নানা রকম ভাবে তাকে হেনস্থা ও হয়রানির চেষ্টা চলছে বলে তার অভিযোগ।তিনি অভিযোগ করেন চলতি বছরের মার্চ মাসে তার পরিবার এবং তার নামে এফআইআর দায়ের করা হয়েছে ।
তার বিরুদ্ধে অভিযোগ উঠলে পূর্বে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ পুরো অভিযোগকে অমার্জিত ও ভিত্তিহীন বলে দাবি করেছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584