নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

নাবালিকাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠল এক ধর্মগুরুর বিরুদ্ধে।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ফালাকাটার সুভাষ কলোনি এলাকায়।এই খবর চাউর হতেই এলাকাবাসী ঐ ধর্মগুরুরকে মুখে কালি মাখিয়ে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।


সোমবার এই ঘটনায় ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে ওই ধর্ম গুরুকে গ্রেফতার করে পুলিশ। ডাক্তারি পরীক্ষার জন্য নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নাবালিকার ঠাকুমা বলেন,”আমার নাতনিকে প্রসাদ দেবার নাম করে ডেকে নিয়ে গিয়ে শরীরে হাত দিত।আজ তাকে ধর্ষণ করেছে বলে নাতনি জানায়।”
আরও পড়ুনঃ যৌন হেনস্তা মামলায় সুপ্রিমকোর্টের ক্লিনচিট প্রধান বিচারপতিকে

প্রতিবেশীরা জানায়, এধরনের চরিত্রহীন লোকেদের পাড়ায় ঠাঁই নেই । আমরা পুলিশের হাতে তুলে দিলাম।ফালাকাটা সুভাষ কলোনির বাসিন্দা সুনীল দেবনাথ এলাকায় সে মহারাজ নামেই পরিচিত বলে জানা গেছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584