গ্রামে পরিচ্ছন্নতার পাঠ শেখাতে ব্রতী শিক্ষক ও কচিকাঁচারা

0
139

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

পশ্চিমবঙ্গে গ্রামবাংলার মানুষ উন্নয়নের এক নতুন আস্বাদ পেয়েছে।পঞ্চায়েতের মাধ্যমে সরকার তাদের এই উন্নয়ন কর্মসূচী বাস্তবায়িত করেছে।মিশন নির্মল বাংলা কর্মসূচীতে রাজ্য খুব ভালো কাজও করেছে ।আন্তর্জাতিক স্তরেও যথেষ্ট প্রশংসা পেয়েছে।‘মিশন নির্মল বাংলা’ পশ্চিমবঙ্গ সরকারের একটি বৈপ্লবিক প্রকল্প। যার লক্ষ্য রাজ্যকে ওপেন ডেফিকেশন ফ্রি করা। রাজ্য সরকার এক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পেয়েছে।

নিজস্ব চিত্র

পঞ্চায়েতের পর এবার স্কুলে অবিভাবকদের নিয়ে প্রশিক্ষন শুরু করলো সুন্দরবনের এক প্রত্যন্ত বিদ্যলয়ের শিক্ষক শিক্ষিকারা।প্রতিদিন স্কুল ছুটির শেষে পঞ্চইন্দ্রিয়ের পরিচ্ছনতার প্রশিক্ষনের পাশাপাশি এলাকা পরিস্কার সৌচাগারের ব্যবহার প্রশিক্ষন নিতে এগিয়ে এসেছেন দক্ষিন সুন্দরবনের অনেকে।নামখানা ব্লকের গনেশপুর উত্তর অবৈতনিক বিদ্যালয়ে প্রশিক্ষনে এগিয়ে এলেন গ্রামের প্রবীন থেকে নবীনেরা।নামখানা গ্রাম পঞ্চায়েতের গনেশপুর উত্তর অবৈতনিক বিদ্যালয়।একটা সময় অপরিচ্ছন্নতায় রোগ গ্রাস করেছিল গ্রামের প্রবীন নবীনদের।গ্রামবাসিদের অতিষ্ট করেতুলেছিল কলেরা,মশাবাহি রোগ,দুর্গন্ধময় রোগে।নামখানা পঞ্চায়েত পরিচ্ছন্নতার দিকে সচেতনার মধ্য দিয়ে এগিয়ে আসে সুন্দরবনের প্রথম স্কুল গনেশপুর উত্তর অবৈতনিক বিদ্যালয়।

নিজস্ব চিত্র

অবিভাবক অবিভাবিকা ও ক্ষুদে পড়ুয়াদের নিয়ে গ্রাম পরিদর্শন করে প্রতিটি বাড়িতে বাড়িতে সর্তকতা জারি করলেন সুন্দরবনের এই স্কুলটি। গনেশপুর,শ্রীনাথ,রাজনগর তিন গ্রামে শতাধিক ক্ষুদে পড়ুয়ারা পড়ে গনেশপুর উত্তর অবৈতনিক বিদ্যালয়ে।তিন গ্রামে সাত হাজার বাসিন্দাদের মধ্যে শতাধিক অবিভাবকের আসেন প্রতিদিন প্রশিক্ষন নিতে ,মলত্যাগ থেকে পঞ্চ ইন্দ্রিয়ের পরিচ্ছন্নতার কর্মসূচি।দিকে দিকে প্রশিক্ষকের ভুমিকায় অবৈতনিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মান পেয়েছেন।পেয়েছেন পরিচ্ছনতার সম্মান।১৯৫৪ সালে স্কুলটি স্থাপিত হওয়ার পর একাধিক সমস্যার সম্মুখীন হয়ে ছিল ।২০১১ সালে পালাবদল হয়,২০১৫ সালে নির্মল বাংলার কর্মসূচিতে আজ গ্রামের মতো বদলেছে স্কুলের হাল-হাকিকত।মত অবিভাবক থেকে ক্ষুদে পড়ুয়াদের।ক্ষুদে পড়ুয়াদের প্রশিক্ষনের সঙ্গে অবিভাবকদের শেখানোই আজ অন্য মাত্রা নিয়েছে দক্ষিন সুন্দরবনের এই তিন গ্রাম,দাবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লক্ষ্মন গিরির।শহর ছাড়িয়ে আজ গ্রামে নির্মল বাংলার মতো প্রকল্প ছড়িয়ে পড়ুক।সুস্থ সমাজ গড়ে উঠুক প্রতিটি গ্রামগঞ্জে।

আরও পড়ুনঃ নারীশক্তির জাগরণ কে সামনে রেখেই তৈরি হচ্ছে মন্ডপ সজ্জা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here