নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শারদীয়ার দুর্গা পুজোর আগে সাফাই অভিযানে নামল মহিলা বাহিনী।বেলদার ছোটমাতকতপুর মহিলা দুর্গোৎসব কমিটির সদস্যরা রবিবার সকালে নিজেদের মন্ডপ থেকে শুরু করে সারা ছোটমাতকতপুর এলাকা পরিষ্কার করে।মূলত পরিষ্কার-পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই দিনেই সাফাই অভিযান কর্মসূচি বলে দাবি পুজো কর্মকর্তাদের।২০১০সাল থেকে শুরু হয় এই সার্বজনীন দুর্গাপূজার পাশাপাশি সামাজিক নানা স্থানের কাজ করে আসছেন মহিলা দুর্গোৎসব কমিটি।
প্রতি বছর দেবী দুর্গার আরাধনার পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে এই মহিলা সংগঠন।সার্বজনীন পূজা হলেও মহিলা সংগঠনের ৪০ জন সদস্যাদের নিয়ে করা এই পূজায় আছে সাবেকিয়ানার ছাঁচ।এলাকার বর্জ্যপদার্থ আবর্জনা পরিষ্কারের মধ্য দিয়ে এদিনের কর্মসূচী শেষ হয়।
আরও পড়ুনঃ জন্মদিন পালনে অভিনব উদ্যোগ খড়গপুর এর তানিয়ার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584