পিয়ালী দাস, বীরভূমঃ
কাল নয় আজ থেকেই স্বচ্ছতার অভিযান চালাতে হবে সিউড়ি সদর হাসপাতালে, তুলতে হবে দখলদারদের,পরিস্কার রাখতে হবে হাসপাতাল।কড়া কড়া ভাষায় জানালেন জেলাশাসক মৌমিতা গোদরা বাসু।
সিউড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছিল বিশেষ স্বচ্ছ অভিযান,কিন্তু হাসপাতাল এ গিয়ে তো চক্ষু চড়কগাছ বীরভূম জেলা প্রশাসনের।রাস্তা পরিণত হয়েছে ড্রেনে, ঝাঁটা হাতে পরিষ্কার করা আর হলো না হাসপাতালে নোংরা আবর্জনা,পরিকল্পনাহীন কাজের জন্য রাস্তার ওপর জমা জল,বন্ধ ড্রেন দেখতে দেখতেই পেরিয়ে গেল সময়। ড্রেন থেকে রাস্তার ওপর উপচে পড়ছে জল সেই জল তেরি এই হাসপাতাল পরিদর্শন করলেন জেলাশাসক মৌমিতা গোদারা বাসু ও বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী।
হাসপাতালের সামনে অবৈধভাবে টোটো ও চার চাকার পার্কিং,ড্রেনের ওপর অবৈধভাবে দখল করে বসে থাকা দোকানের কারণে পৌঁছাতেই পারলো না জেলাশাসক।বিষয়টি নিয়ে বেজায় বিরক্ত জেলাশাসক।
রীতিমতো ক্ষুব্ধ তিনি হয়ে তিনি কড়া ভাষায় জানিয়ে দিলেন উঠতে হবে দখলদারদের, পরিষ্কার রাখতে হবে ড্রেন,সুপরিকল্পিত ভাবে করতে হবে হাসপাতালে সৌন্দর্যায়নের কাজ। কোনরকম নোংরা আবর্জনা হাসপাতালের মধ্যে রাখা চলবে না। রোগী ও রোগীর পরিবারের যাতায়াতের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় সে বিষয়ে ও নজর দিতে বললেন তিনি। কাল নয় আজ থেকেই পরিকল্পনা নেওয়ার নির্দেশ দিলেন হাসপাতাল সুপারকে, আগামী দু’মাসের মধ্যে সমস্ত কিছু ঠিক করে ফেলতে হবে জানালেন জেলাশাসক। জেলাশাসকের এই ঘোষনার পর খুশি রোগীর আত্মীয় পরিজনেরা।
আরও পড়ুনঃ সন্ধ্যারতি দিতে গিয়ে অগ্নিদগ্ধ মহিলা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584