সাফাই কর্মীদের মাস্ক, গ্লাভস না দেওয়ার অভিযোগ পুরসভার বিরুদ্ধে

0
65

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

করোনা আবহে এবার সাফাই কর্মীদের মাস্ক, হ্যান্ড গ্লাভস না দেওয়ার অভিযোগ উঠল বহরমপুর পুরসভার বিরুদ্ধে।

cleaning staff | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা পরিস্থিতিতে যেখানে বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে, মাস্ক পরার কথা বলা হচ্ছে, না পরলে জরিমানার কথা বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বহরমপুর পুরসভার সাফাই কর্মীদের হাতে না আছে গ্লাভস না আছে মুখে মাস্ক৷ করোনা মোকাবিলায় অন্যতম যোদ্ধা এই সাফাই কর্মীরা।

worker | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে বিজেপির এমপি, এমএলএ -র গাড়ি আটকাল পুলিশ

অথচ তারাই এই সব সরঞ্জাম থেকে বঞ্চিত। তাদের অভিযোগ, শুরুতে একবার দেওয়া হয়েছিল পুরসভা থেকে। তারপর আর দেয়নি৷ পুরসভার উদাসীনতায় অসহায় অবস্থার মধ্যে কাজ করে চলেছেন এই সাফাই কর্মীরা। মুখে মাস্ক ও হাতে গ্লাভস ছাড়াই তারা কাজ করছেন। পুর কর্তৃপক্ষকে বার বার জানানোর পরেও কোন সুরাহা হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here