শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
বাংলা নির্মল হলে নির্মল হবে জীবন। এই বার্তা দিয়েই রাজ্য সরকার তৈরী করেছে মিশন নির্মল বাংলা। আর এই কাজে শুধু সরকার নয় চাই জনগনেও সমান যোগদান।
নিজেদের সেই কর্তব্যকে মাথায় রেখে বালুরঘাট শহরের প্রতিমা বিসর্জনের প্রধান ঘাট আত্রেয়ী সদরঘাট পরিস্কার করতে এগিয়ে এলো মাড়োয়ারি যুব মঞ্চ।
অসংখ্য প্রতিমা নিরঞ্জন ও সে উপলক্ষ্যে যে মেলা গতকাল আত্রেয়ী সদরঘাটে অনুষ্ঠিত হয়েছিল তার কারনে এই ঘাটটি নোংরা হয়ে যায়।
আরও পড়ুনঃ বিসর্জনের সুর মন্ডপে মন্ডপে
সকাল থেকেই বালুরঘাট পুরসভা ঘাট পরিস্কারের উদ্যোগ নিলে তাদের সাহায্য করতে এগিয়ে আসে মাড়োয়ারি যুব মঞ্চের সদস্যরা। তারা আজ সকালে থেকে বালুরঘাট আত্রেয়ী সদরঘাটের আশেপাশে যত নোংরা প্লাস্টিকের আবর্জনা ছিলো তা সম্পুর্ন রুপে পরিস্কার করে মঞ্চের সদস্যরা।
ঘাট পরিস্কারের পর তারা সমস্ত ঘাটে ব্লিচিং ছিটিয়ে পরিস্কারও করে। বালুরঘাটের আত্রেয়ী সদরঘাটকে নির্মল করতে মাড়োয়ারী যুব মঞ্চের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পৌরসভা থেকে সাধারন মানুষ প্রত্যেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584