তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় সাফাই কর্মীদের নিয়ে একটি সন্মেলন অনুষ্ঠিত হয়।সাফাই কর্মী সন্মেলনের প্রধান বক্তা ছিলেন বেলুর মঠের প্রধান স্বামী দিব্যানন্দজী মহারাজ।
তিনি সাফাই কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘এই পৃথিবীতে কোন মানুষ ছোট জাতের নয়।আমরা সবাই মানুষ জাতি।এখানে উঁচু নিচু বলে মনে করার কিছুই নেই।তাই সাফাই কর্মী ভায়েরা কোনভাবেই ছোট জাত নয়।মন্দিরের পুরোহিত আর সাফাই কর্মীর মধ্যে কোন পার্থক্য নেই।নিজেকে নিজেই ছোট জাতের মানুষ হিসাবে কোন ভেদাভেদ আনাটাই হল ছোট কাজ।শুধু মাত্র কাজের বিচারে কে কোন কাজ করবে তা ঠিক করে দিয়েছে মাত্র।’
সম্মেলনে কালিয়াগঞ্জ শহরের প্রচুর সাফাই কর্মী এই সম্মেলনে উপস্থিত হয়ে দিব্যা নন্দজী মহারাজের বক্তব্য অধীর আগ্রহ সহকারে শোনে।কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম সংঘে শুক্রবার সকালে ভগবান রামকৃষ্ণ দেবের নুতন মন্দিরের শিলান্যাস করেন শ্রীমৎ স্বামী দিব্য নন্দজী মহারাজ,সম্পাদক,রামকৃষ্ণ মিশন সারদা পীঠ ট্রাস্ট,রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড়।
আরও পড়ুনঃ সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে আবর্জনাময় মাথাভাঙ্গা হাসপাতাল
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের কর্মকর্তা তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জী, রায়গঞ্জের রামকৃষ্ণ সেবা শ্রমের কর্মকর্তা সুব্রত সরকার সহ কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সর্বস্তরের কর্মকর্তাগন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584