গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ টোল ট্যাক্স

0
59

সুদীপ পাল,বর্ধমানঃ

Close toll tax in the group
নিজস্ব চিত্র

পশ্চিম বর্ধমানের আমলাজোড়া পঞ্চায়েতের অধীনস্থ টোল ট্যাক্স আদায় করার বিষয়টি নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব চরমে উঠেছে শাসকদলের।আমলাজোড়া পঞ্চায়েতের উপপ্রধান হারু বাগদি বন্ধ করে দেন সিলামপুরে টোল ট্যাক্স নেওয়া বলে অভিযোগ তোলেন টোল ট্যাক্স আদায়কারি রাজু সেখ।রাজু দাবি করেন উপপ্রধান এসে সমস্ত স্লিপ নিয়ে চলে যায় এবং টোল প্লাজায় থাকা কুড়ি হাজারের মতো টাকা সেটিও তার সঙ্গীরা এসে জোর করে নিয়ে যায়। যদিও উপপ্রধান হারুবাবু অভিযোগ অস্বীকার করে বলেন, পঞ্চায়েত সমিতির স্লিপ এর সাথে পঞ্চায়েতের স্লিপ কাটাও হচ্ছিল বলেই তিনি প্রতিবাদ করেন।

আরও পড়ুন: ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে অনিবার্য কারনে পিছিয়ে গেল সমাবর্তন

যদিও অনেকে বলছেন যে তিনি বিডিওর কাছে অভিযোগ জানাতে পারতেন অথবা দিনের আলোয় সমস্যা সমাধান করতে পারতেন। রাত্রে কেন গিয়ে এরকম আচরণ করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে? দলীয় কর্মীরা অনেকেই বলছেন যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা সভাপতি ভি শিবদাসন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here