ফাঁসিদেওয়ায় দার্জিলিং পুলিশের উদ্যোগে কম্পিউটার সেন্টারের উদ্বোধন

0
101

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের চটহাট গ্রাম পঞ্চায়েতের পেটকি ও বিধাননগরের বাঘমারা প্রাথমিক বিদ্যালয়ে দার্জিলিং পুলিশের উদ্যোগে কম্পিউটার সেন্টারের উদ্বোধন হল। এদিন উক্ত কম্পিউটার সেন্টার দুটির উদ্বোধন করেন দার্জিলিং জেলা এসপি কে অমরনাথ।

darjeeling police initiative computer center opening in phansidewa | newsfront.co
নিজস্ব চিত্র

প্রথমে চটহাট গ্রাম পঞ্চায়েতের পেটকিতে কম্পিউটার সেন্টারের উদ্বোধন করেন। এরপর বিধাননগরের বাঘমারা প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করে। এছাড়া এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ, ডিএসপি অচিন্ত্য গুপ্ত, ফাঁসিদেওয়া থানার ওসি সুজিত লামা সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

darjeeling police initiative computer center opening in phansidewa | newsfront.co
নিজস্ব চিত্র
darjeeling police initiative computer center opening in phansidewa | newsfront.co
নিজস্ব চিত্র

এই বিষয়ে দার্জিলিং জেলার এসপি অমর নাথ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৮ সালে পুলিশকে একটি ফান্ড দেন। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত পিছিয়ে পড়া গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামের ছাত্র-ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করে দেওয়ার জন্য।

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জ পৌরসভার তিন প্রবীণ ব্যাডমিন্টন খেলোয়াড়কে সম্বর্ধনা প্রদান

darjeeling police initiative computer center opening in phansidewa | newsfront.co
নিজস্ব চিত্র

সেই উদ্দেশ্য সফল করার জন্য এদিন দার্জিলিং জেলায় এই প্রথম ফাঁসিদেওয়া ব্লকের দুখানা কম্পিউটার সেন্টার উদ্বোধন করা হলো। প্রথম অবস্থায় ৫০ জন করে তিন মাস কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান দেওয়া হবে। এর পাশাপাশি ইন্টারনেট সম্পর্কে যে সমস্ত ফর্মফিল আপ গুলো রয়েছে সেগুলো হাতে-নাতে দেখানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here