সুদীপ পাল,বর্ধমানঃ
ঘটা করে উদ্বোধন হয়েছিল তারপর দীর্ঘদিন ধরে বন্ধ।ইউকো ব্যাঙ্কের আউসগ্রাম ২ অমরারগড় শাখার এটিএম বুথ ব্যবহার করতে পরছেন না গ্রাহকরা। তাঁদের অভিযোগ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এটিএম বুথটি। তাই তাঁরা ওই বুথ থেকে টাকা তুলতে পারছেন না। স্বভাবতই ভিড় হচ্ছে ব্যাঙ্কের এই শাখা কেন্দ্রে। গ্রাহক অবিনাশ পাল অভিযোগ করেন, প্রথমত একদিকে মানকর অন্যদিকে অভিরামপুর ছাড়া আর এটিএম বুথ নেই। এই দীর্ঘ রাস্তায় অমরারগড়ের এই বুথটির উপর স্থানীয় গ্রাহক ছাড়াও পথযাত্রীরা নির্ভর করত অথচ প্রায় একবছরের মত বন্ধ থাকায় বিপাকে পড়ছেন সবাই। দ্বিতীয়ত যেসব গ্রাহকদের শুধু টাকা তোলার প্রয়োজন হত তারা সরাসরি এটিএম থেকেই তুলে নিতেন এখন সেই সুবিধা না থাকায় গ্রাহকদের হয়রানির শিকার হতে হচ্ছে ব্যাঙ্কেও অযথা ভিড় হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বহুবার জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। কেন বন্ধ জানতে চাইলে কখনো বলা হয়েছে মেশিন খারাপ, কখনো টাকার যোগান নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাঙ্ক আধিকারিক বলেন, টাটা কোম্পানির সাথে টাই আপ ছিল কিন্তু তা বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই বুথটি বন্ধ হয়ে রয়েছে। নতুন কোম্পানির সাথে সংযুক্ত হলেই কাউন্টার আবার খোলা হবে। বাসিন্দারা বলেন এখন দেখার কবে এই আশ্বাস বাস্তবায়িত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584