নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্যে বন্ধ হয়ে গেল আরও একটি কারখানা।
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মেটাল রিফর্মিং ইন্ডাস্ট্রি গত ২১ জুন নোটিশ ঝুলিয়ে দিলেন কর্তৃপক্ষ।
এর ফলে স্থায়ী ও অস্থায়ী এই অস্থায়ী মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ হারালেন।শ্রমিকদের বক্তব্য অনুসারে আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা কর্তৃপক্ষের কাছে বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিলেন কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবিতে সাড়া দেননি।উল্টে গত ২১ জুন সকালে কারখানার গেটে লক-আউটের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।
কারখানা কর্তৃপক্ষ নিখিল সরকার জানান,শ্রমিকরা কারখানায় প্রোডাকশন কম করে দেয়।বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি দাওয়ার ব্যাপারে আমাদের কাছে দাবী করেন। কিন্তু আমাদের সাথে আলোচনায় বসতে রাজি নয় শ্রমিকেরা।
আরও পড়ুনঃ কাটমানি ফেরতের দাবীতে বিক্ষোভ
কারখানায় প্রোডাকশন ক্ষতি হওয়ার কারণে আমরা গেটে সাসপেনশন অর্ডার ঝুলিয়েছি আগামী দিনে শ্রমিকরা আমাদের সাথে আলোচনা হওয়ার পর আমরা সাসপেনশন উঠিয়ে নেবো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584