ব্রহ্মনগরে উদ্যোগের অভাবে বন্ধ মৎস্য চাষ প্রকল্প

0
97

শ্যামল রায়,নবদ্বীপঃ
দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় কাল ধরে নবদ্বীপ থানার ব্রহ্মনগর উসিদপুরে মৎস্য চাষ প্রকল্পের একটি সাইনবোর্ড রয়েছে।জানা গিয়েছে যে এই ব্রহ্মনগর এ মাছ চাষ প্রকল্প তৈরীর কথা ছিল কিন্তু আজও বাস্তবায়িত হয়নি মৎস্য চাষ প্রকল্পটি অথচ পুকুর গুলো শুকিয়ে তার ওপর ঘাস জমি তৈরি হয়েছে।অবাধ গরু-ছাগল বিচরণ করে বেড়ায় ওই জল হীন পুকুরগুলোতে।অথচ মুকুন্দপুর থেকে নবদ্বীপ পঞ্চায়েত সমিতি অফিস যাবার পথেই ব্রহ্মনগর গ্রামটি পরে।রাস্তার পাশেই রয়েছে বড় আকারের একটি সাইনবোর্ড। দীর্ঘ কয়েক বছর সাইন পট্টি টাঙিয়ে দেওয়া রয়েছে কিন্তু আজ প্রায় নষ্ট নষ্ট হতে যাচ্ছে সাইনবোর্ডটি।অথচ কবে নাগাদ মৎস্য চাষ প্রকল্পটি বাস্তবায়িত হবে জানা নেই স্থানীয় মৎস্যচাষিদের।
স্থানীয় মৎস্যচাষিদের অভিযোগ তাদের আশপাশ এলাকায় রয়েছে প্রচুর পুকুর এখানেও পুকুর খনন করে মাছ চাষ করলে তাদের আর্থিক উপার্জন হত।সরকার থেকে মৎস্য চাষ প্রকল্প হবে বলে একটি সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়েছিল কিন্তু আজও বাস্তবায়িত কিছুই হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন মৎস চাষিরা।

আরও পড়ুনঃ কাঁকসার বন্ধ ছাগল খামার চালু করার আশ্বাস প্রশাসনের
আরো জানা গিয়েছে যে ব্রহ্মনগর এস কে ইউ এস লিমিটেডের পক্ষ থেকে এই মৎস্য চাষ প্রকল্পটি করার কথা ছিল।মৎস্য চাষ প্রকল্প হয়নি ।রাস্তার পাশে টানানো সাইনবোর্ডটি ক্রমেই নষ্ট হতে বসেছে।এই প্রসঙ্গে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি হরিদাস দেবনাথ জানিয়েছেন যে ‘আমি সঠিক ভাবে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব।’তবে স্থানীয় মৎস্যচাষিদের স্বার্থে মৎস্য চাষ প্রকল্পটি অবশ্যই করা দরকার আছে বলে তিনি মনে করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here