বাগান বন্ধ, ঊনসত্তরের দূর্গাপুজো ঘিরে সংশয়

0
70

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

কালচিনি ব্লকের অন‍্যতম পূজো ৬৯ বছর পুরাতন, সেই মধূ চা বাগানের পূজো এবার হবে কি না সংশয়ে রয়েছেন বাগানের শ্রমিকরা । ২০১৪ সেপ্টেম্বর মাস থেকে বন্ধ মধূ চা বাগান ।

নিজস্ব চিত্র

দারুণ আর্থিক সঙ্কটে রয়েছে বাগানের প্রায় এক হাজার শ্রমিক পরিবার বেঁচে থাকার জন‍্য প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে মানুষ গুলো । বাগান বন্ধ হবার পর কাজ হারিয়ে বাগানের শ্রমিকরা কেউবা ভূটানে শ্রমিকের কাজ করছে কেউ বা ভিন রাজ‍্যে পাড়ি দিয়েছে ।

নিজস্ব চিত্র

চরম আর্থিক অবস্থার মধ‍্যে পড়ে ও বাগান বন্ধ হবার পর পূজা বন্ধ হতে দেয়নি শ্রমিকরা কোনো প্রকারে পূজো করেছে । এক সময় বাগান খোলা ছিল তখন ধুমধাম করে  পূজা হত, বন্ধ হবার পর কোনোরকমে দূর্গাপূজো হয়েছে কিন্ত এবার হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে । বাগানের শ্রমিক নেতা পর্বত ছেত্রী জানান, যে বাগানের শ্রমিকদের খুব দৈন অবস্থা এবার পূজা করতে পারবো কি না সন্দেহ আছে হয়তো পূজো মণ্ডপে  ঘট বসিয়ে পুজো করতে হবে । সেটাও হবে কিনা সন্দেহ আছে।

আরও পড়ুনঃ বাতিল দ্রব্যে দুর্গা প্রতিমা গড়লেন শিক্ষিকা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here