নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার জেলাপ্রশাসনের পক্ষ থেকে আজ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে বন্ধ মধু চা বাগানে আপনার বাগানে প্রশাসন কর্মসূচি অনুষ্ঠিত হল। মূলতঃ চা বাগানের শ্রমিকদের জন্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে অবগত করার জন্য এবং চা বলয়ের মানুষ যারা বিভিন্ন প্রয়োজনে জেলা ও ব্লক কার্যালয়ে যেতে পারেনা, তারা যাতে নিজের চা বাগানেই বিভিন্ন দপ্তরের আধিকারিকদের পায় এরজন্য আলিপুরদুয়ার জেলা জুড়ে বিভিন্ন চা বলয়ে চলছে আপনার বাগানে প্রশাসন কর্মসূচি ।
আজ বন্ধ মধু চা বাগানে এই কর্মসূচি পালিত হয় যেখানে সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন । শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগ শোনা হয় ।
আরও পড়ুনঃ কালচিনি চা বাগানে প্রশাসনিক কর্মসূচির আয়োজন
এছাড়াও রিলিফ প্রদান করা হয় দুঃস্থ শ্রমিকদের এবং এস সি, এস টি সার্টিফিকেট প্রদান করা হয়। মধুচা বাগানের ক্লাবকে ফুটবল প্রদান করা হয়। সাঁতালি গ্ৰাম পঞ্চায়েত প্রধান মনোজ বরুয়া জানান, ” মূখ্যমন্ত্রীর নির্দেশে যে চা বাগানের মানুষদের জন্য এই আপনার বাগানে প্রশাসন কর্মসূচি চলছে, ফলে শ্রমিকরা উপকৃত হচ্ছে এবং আধিকারিক গণ এখন মানুষের ঘরে পৌছে যাচ্ছে তাদের আর ব্লক অফিস অথবা জেলা অফিসে যেতে হচ্ছে না ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584