নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে কান্দি রণগ্রাম ব্রিজের যান চলাচল । সমস্যায় পড়তে চলেছে নিত্য যাত্রীরা ৷শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে কান্দি বহরমপুর রাজ্য সড়কের ওপর বাবলা নদীর রণগ্রাম ব্রিজটিতে ।
ব্রিটিশ আমলে তৈরি ব্রিজটি দুর্বল ব্রিজ হিসাবে চিহ্নিত হওয়ায় বছর খানেক আগেই ব্রিজের ওপর দিয়ে পণ্যবাহী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল । শুধুমাত্র ছোট গাড়ি ও যাত্রীবাহী বাস চলাচলে ছাড়পত্র দিয়েছিল প্রশাসন। তবে কেন্দ্রীয় প্রতিনিধি দল ব্রিজ পরিদর্শনে আসার পর ওই ব্রিজের ওপর দিয়ে সমস্ত ধরণের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ জেলা পূর্ত দফতরের পক্ষ থেকে শুক্রবার সকাল থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে আগাম জানানো হয়েছিল ৷
তবে পুজোর আগে ব্রিজের ওপর যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ী সহ সাধারণ মানুষ চরম সমস্যায় পড়বে বলে মত প্রকাশ করে এলাকার মানুষেরা। মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রণগ্রাম ব্রিজ সংস্করণের কাজ করা হয় গত ২০১৮সালের সেপ্টেম্বর মাসে। বছর ঘুরতেই ২০১৯ সালে ফের রণগ্রাম ব্রিজের যান্ত্রিক ত্রুটির কারণে এবছর ২৯ মে থেকে বন্ধ করা হয় যান চলাচল। শুধুমাত্র মোটর বাইক, ছোট গাড়ি ও পায়ে হেঁটে পারাপার করার নির্দেশ দেওয়া হয়েছিল ৷
ব্রিজ দিয়ে কোন বড় গাড়ি এবং বাস চলাচল করতে দেওয়া হয়নি তৎকালীন সময়ে । ফলে টানা দুই মাস ধরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ এবং ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। পরবর্তী কালে বাস চলাচল করতে দেওয়া হলেও ফের বন্ধ করে দেওয়া হচ্ছে কান্দি রণগ্রাম ব্রিজের উপর বাস চলাচল। যার জেরে সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ ও নিত্য যাত্রীরা। পূর্ত দফতর বিনতুঘলকের মতো সিদ্ধান্ত নিচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান অপূর্ব সরকার ।
আরও পড়ুনঃ পাঁশকুড়ায় টাইম বোমা কান্ডে গ্রেফতার অভিযুক্ত
কান্দি- সাঁইথিয়া সহ দক্ষিণবঙ্গের একমাত্র পরিবহণ যোগাযোগের মাধ্যম হল এই রণগ্রাম ব্রিজ ৷ সেতুর শেষ প্রান্তে প্রায় ১২ মিটার এলাকা জুড়ে ভেঙে যায় কিছুটা অংশ । দ্বারকা নদীর উপর অবস্থিত ১৯৩৮ সালে স্বাধীনতার আগে ইংরেজ আমলে লোহার এই ব্রিজ নির্মাণ করা হয়। রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজের অবস্থা বর্তমানে বেহাল হয়ে পড়েছে ৷ ব্রিজটি লোহার হলেও ব্রিজের দুপাশে কংক্রিটের পিলার আছে যার রক্ষণাবেক্ষণের অভাবে বসে গিয়েছিল ব্রিজের একটা অংশ।
কান্দি রণগ্রাম ব্রিজ বেহাল অবস্থার জন্য ব্রিজ মেরামতির কারণে ২০১৮ সালে ও ২০১৯ সালে পুজোর আগে সেপ্টেম্বর মাসে একমাস বন্ধ থাকে রণগ্রাম ব্রিজ ৷ ফলে যান চলাচল বিপর্যস্ত হয় । ২০১৯ সালে মে মাসে পূর্ত দফতর আধিকারিকরা ব্রিজ পরিদর্শনের পর ফের ত্রুটি খুঁজে পান ফলে নির্দেশিকা জারি করেন এবং যান চলাচল বন্ধ করা হয়। মোটর বাইক ছোট গাড়ি বাদে কোন ভারি যানবাহন চলবে না বলে নির্দেশিকা জারি করা হয় ।
আরও পড়ুনঃ বালুরঘাট ট্রাফিক ওসি’র অস্বাভাবিক মৃত্যু
রণগ্রাম ব্রিজ বন্ধ রেখে ৭নং রাজ্য সড়ক ধরে যান চলাচল করানো হচ্ছে বলে জানানো হয় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে । ২০১৮সালে জানুয়ারি মাসে দৌলাতাবাদে বাস দুর্ঘটনায় মৃত্যু হয় ৪৪জনের, তারপর ব্রিজ মেরামতির কথা থাকলেও তা হয়নি ৷ সেপ্টেম্বর মাসে মাঝেরহাট দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর পর টনক নড়ে প্রশাসনের।
মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনা এড়াতে ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ শুরু করে পূর্ত দফতর। তবে ফের সাত মাসের মাথায় ব্রিজের যান্ত্রিক ত্রুটি ধরা পরার ফলে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল । ব্রিজ বন্ধ করার ফলে সমস্যায় পড়েছেন কান্দি শহরের ব্যবসায়ীরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584