মারামারিতে কাজ বন্ধ,গতি নেই প্রকল্পে

0
39

সুদীপ পাল,বর্ধমানঃ

ভোটের পরে বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল জোরকদমে। কিন্তু পূর্ব বর্ধমানের আউসগ্রাম সহ বেশ কয়েকটি জায়গায় সংশ্লিষ্ট পঞ্চায়েত বা সংস্থা কাজ দিতে পারছে না।

Closure work due to fight
ছবিঃ প্রতীকী

কিন্তু কেন? তার একটি বড় কারণ বেশ কিছু জায়গায় বিভিন্ন গোলমালে কাজ বন্ধ হয়ে গিয়েছে। ভোটের আগে থেকেই একশো দিনের কাজ একপ্রকার বন্ধই। বিষয়টি নিয়ে ক্ষোভ জমছে শ্রমিকদের মধ্যে। প্রকল্পের গতি না থাকার বিষয়টিতে চিন্তায় ফেলেছে প্রশাসনকে।

কিন্তু কেন এমন হচ্ছে? এই প্রসঙ্গে উঠে আসছে বিভিন্ন কারণ। প্রথম যে কারণটি হলো বেশ কিছু জায়গায় দুপক্ষের মধ্যে মারামারিতে বন্ধ হয়ে যাচ্ছে কাজ।

কোথাও পুরোদমে কাজ শুরু হলে অশান্তি বাড়বে সেই ভয়ে কাজ শুরু করা যাচ্ছে না। গত দু’বছর ধরে কর্মদিবস তৈরীর ক্ষেত্রে পূর্ব বর্ধমান দেশের মধ্যে এক নম্বর স্থান অধিকার করেছিল। তৈরি করেছিল তিন কোটি বিয়াল্লিশ লক্ষ কর্ম দিবস।

একশো দিনের কাজের নোডাল অফিসার প্রদীপ বিশ্বাস বলেন,এই প্রকল্পের নানা ভাবে কাজ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার ফলে কর্মদিবসের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছিল এবং এবারেও হবে। কিন্তু আউসগ্রাম বা মেমারির ক্ষেত্রে এরকম কেন? আউসগ্রামের এক প্রধান বলছেন, কাজ শুরু করলেই গোলমাল বাধে তাই গোটা ব্লকে কাজ বন্ধ। মেমারির ক্ষেত্রে একই কথা বলছেন কর্মাধ্যক্ষ।

আরও পড়ুনঃ তৃণমূলের আক্রমণ,পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপির বিক্ষোভ নারায়ণগড়ে

এক্ষেত্রে জানা যায় বাগিলা ছাড়া মেমারি ১ ব্লক ও ২ ব্লকে কাজের গতি নেই। তাছাড়া ব্লক কর্তাদের দাবি বিভিন্ন বিভাগের কর্মীরারা মাস্টার রোল থেকে শুরু করে প্রকল্পটির জিও ট্যাগিং করেন তাঁরা ভোটের কাজে এতদিন ব্যস্ত ছিলেন। তাই প্রকল্পে বিশেষ গতি আসেনি। কাজ শুরুর আগে বর্ষা নামবে কিনা স্থানীয় চিন্তায় পড়েছে প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here