প্রিয় নবদ্বীপ গ্ৰুপের বস্ত্র ব্যাঙ্কের উদ্যোগে বস্ত্র বিতরণ

0
57

নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপঃ

বুধবার সকাল ১১টা নাগাদ প্রিয় নবদ্বীপ ফেসবুক গ্রুপের ‘বস্ত্র ব্যাংক’এর উদ্যোগে রিক্সা চালকদের বস্ত্র বিতরণ করা হয়।

Cloth distribution in the initiative of Cloth Bank | newsfront.co
নিজস্ব চিত্র

উপস্থিত দেড় শতাধিক রিক্সা চালকদের মধ্যে বস্ত্র তুলে দেন প্রিয় নবদ্বীপের কর্মকর্তারা।উপস্থিত ছিলেন প্রিয় নবদ্বীপের কর্মকর্তা সুব্রত পাল, পম্পা পাল, রীতি ময় সাহা, স্থানীয় কাউন্সিলর নির্মল কান্তি দেব, নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দেব, প্রবীর ভৌমিক রাখো হরি শুল, গোবিন্দ দাস,চৈতালি মুখোপাধ্যায়, শংকর সাহা, সুজয় সাহা, নবেন্দু সাহা প্রমূখ।
এদিন নবদ্বীপ শহরের উপকন্ঠ পাঁচ মাথা মোড় নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সেমিনার হল ঘরে এই অনুষ্ঠানটি হয়। তাদের দাবি,
বর্তমান সময়ে টোটোর বাড়বাড়ন্তে রিকশাচালকরা আর্থিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। তাদের পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাদের পাশে দাঁড়াতে ‘প্রিয় নবদ্বীপ’ ফেসবুক গ্রুপ এগিয়ে আসে।
এদিন সকাল থেকে দেড় শতাধিক রিকশাচালকের পরিবারের লোকেরা হাজির হয় এবং বিভিন্ন ধরনের বস্ত্র তাদের হাতে তুলে দেন ফেসবুক গ্রুপের কর্মকর্তারা।

Cloth distribution in the initiative of Cloth Bank | newsfront.co
নিজস্ব চিত্র

বিশিষ্ট গবেষক শিক্ষাবিদ নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দেব জানিয়েছে যে এই অভিনব এবং সুন্দর উদ্যোগে যেটা তারা করেছেন তা হল দু একবারের পড়া পুরনো বা অতিরিক্ত কাপড় তারা সংগ্রহ করে তাদের মধ্যে বিতরণ করা।

আরও পড়ুন: প্রতিকুলতার মাঝেও উদ্যোগের উদ্যোগে নেতাজী স্মরণ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here