নিজস্ব প্রতিনিধি, নিউজ ফ্রন্ট,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর,২৬সেপ্টেম্বর:
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর কুনোর সিএন সিপি বয়েজ হোমে এদিন বস্ত্র বিতরণ করা হয়।জিও গাইডেন্স সোসায়টি এর উদ্যোগে হোমের ছেলেদের নতুন জামা,প্যান্ট দেওয়া হয়।পুজোর আনন্দে সামিল করার জন্য এই মহৎ প্রচেষ্টা।হোম পরিদর্শন করেন সংস্থার কর্ণধার জহিরউদ্দিন বাবর,সদস্যগণ এবং দেওয়ান আব্দুল গনি কলেজের অধ্যাপক ড.মহম্মদ ইসমাইল ও কলেজের ছাত্ররা।পুজো উপলক্ষে হোমের আবাসিকদের মিস্টি মুখও করায় সংস্থার সদস্য ও কলেজ ছাত্ররা।সংস্থার পক্ষ থেকে আগের দিন ছেলেদের জামা,প্যান্টের মাপ নিয়ে যায়।পুজোর আনন্দে হোমের অসহায় ছেলেদের সামিল করার জন্য এই মহৎ প্রচেষ্টা বলে জানান সংস্থার কর্ণধার জহিরউদ্দিন বাবর।
হোমে ছয় বছর থেকে আঠারো বছর বয়সের ছেলে থাকার কথা থাকলেও কুড়ি বছরের ছেলে ও আছে এখানে।প্রায় ৫০জন ছেলে এই হোমে আছে,এদের থাকা খাওয়া,পড়াশোনা ও খেলা ধুলা এর ব্যবস্থা খতিয়ে দেখেন ড.ইসমাইল।তিনি তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।বয়স অনুযায়ী খাদ্য তালিকায় পরিবর্তন করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।হোম সুপারইনটেন্ডেন্টের সঙ্গে বিভিন্ন সরকারি পরিষেবা নিয়েও তিনি কথা বলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584