ছটপূজা উপলক্ষে দুঃস্থদের বস্ত্র ও খাদ্য বিতরণ

0
66

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে আসন্ন ছট পূজা উপলক্ষে ৭ নম্বর ওয়ার্ডের নাগরিক ওয়ার্ড কমিটি দুঃস্থদের মুখে হাসি ফোটাতে বস্ত্র ও খাদ্য বিতরণ করলো। জানা গিয়েছে, দুঃস্থ ব্যক্তিদের হাতে ৩ কেজি করে গম, ১ কেজি করে নারকেল এবং ৫০০ গ্রাম গুড় দেওয়া হয়। মহিলাদের জন্য শাড়ি ও বয়স্ক মানুষদের ১টি করে কম্বল দেওয়া হয়।

clothes and food distribution for puja of chaat | newsfront.co
নিজস্ব চিত্র

আনুমানিক শতাধিক মানুষকে এই সমস্ত দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাজন শর্মা, নাগরিক কমিটির সভাপতি সুশীল সাহা, সম্পাদক জয়ন্ত সাহা, নাগরিক কমিটির উপদেষ্টা নিতাই মোহন্ত।

আরও পড়ুনঃ ছট পূজা উপলক্ষে দুঃস্থদের পূজার সামগ্রী বিলি বীরপাড়ায়

জানা যায়, বিহারী সমাজ দুই ভাবে এই পূজা করে থাকে। প্রথমত চৈত্র মাসে অশোক ও কার্তিক মাসে নারী ষষ্ঠীতে ছট মায়ের পূজা হয়ে থাকে। ছট পূজা উপলক্ষে এবার কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ছটপূজারিদের জন্য শান বাঁধানো ঘাট উপহার দেওয়া হয়।

যার ফলে এবার ছট পূজার সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে। সাথে ছটপূজারীরা নির্বিঘ্নে পূজা উৎসবে মেতে উঠতে পারবে। ইতিমধ্যেই হাটে বাজারে ও পাড়ায় পাড়ায় ডালি কুলা নিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে ছট পূজার চাঁদা আদায় করতে বেরিয়ে পড়েছে কমিটির সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here