নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পুজোর আগে অভিনব উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলার মেছেদার স্বেচ্ছাসেবী সংস্থা সৃজনের। সৃজন নামক এই সংস্থাটি বেশ কয়েকবছর এলাকায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে। কখনও বস্ত্রদান,কখনও সমাজ সচেতনমূলক অনুষ্ঠান,কখনওবা ছাত্রছাত্রীদের সহয়তা বা দুঃস্থ মহিলাদের অর্থনৈত্যিক স্বাবলম্বের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া। তবে এবছর পূজোর আগে এক অভিনব উদ্যোগ গ্রহন করলো এই সৃজনী।
পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের জঙ্গল বেষ্টিত একটি পিছিয়ে পড়া পাথরীশোল গ্রামটিকে দত্তক হিসাবে গ্রহন করলো। এদিন রীতিমতো একশ অধিক কর্মকর্তা পৌঁছে গিয়েছিলো এই পিছিয়ে পড়া গ্রামটিতে। এরপর গ্রামের মানুষদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের জন্য প্রায় ৩০০ জন দুঃস্থ বয়স্ক ও বাচ্চাদের হাতে তুলে দেওয়া হলো নতুন জামাকাপড়।
পূজোর সময় এই গ্রামের ছেলেমেয়েদের মুখে একচিলতে হাসি ফোটানোর জন্যই গ্রামের দূর্গাপূজো মন্ডপের মধ্যেই আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানটি। এছাড়াও সারাদিন গ্রামের ছোটছোট ছেলেমেয়েরা করে গল্প, কবিতা,গান। এদিন গ্রামের ছেলেমেয়েদের পাশাপাশি সংস্থার সদস্য সদস্যারাও নাচে গানে কবিতায় মেতে ওঠে।
এদিন পোশাকের পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পড়াশোনার উপকরনও। অনুষ্ঠানের পাশাপাশি গ্রামের মানুষদের সাথে নিয়ে চলে ভুরিভোজ। গড়বেতার গনগনি নামক সুন্দর একটি দর্শনিয় স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে এই জঙ্গলঘেরা শাত গ্রামটি এদিন রীতিমত আনন্দে ভরে ওঠে। এমন অভিনব অনুষ্ঠান কখনও এইগ্রামে হয়নি বলে দাবী গ্রামবাসীদের।
আরও পড়ুনঃ তমলুকে বস্ত্রবিতরণ শুভেন্দুর
সংস্থার কর্মকর্তা ঋত্বিক আদক জানান, গতবছরও স্থানীয় মেছেদা এলাকায় ২০০০দুঃস্থ মানুষদের নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়েছিলো।তবে এবার একটু সীমানাবৃদ্ধি করে গড়বেতার পিছিয়েপড়া দুঃস্থ মানুষজনদের পাশে দাঁড়াতে পেরে খুশি।
এই পাথরীশোল গ্রামটিকে সংস্থার পক্ষ থেকে দত্তক হিসাবে গ্রহন করেছি। শুধু এই জামাকাপড় সাহায্য নয়, আমরা সংস্থার পক্ষথেকে বছরে তিন চারবার আসবো।
মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে কখনও স্বাস্থ্যপরীক্ষা,কখনওবা ছাত্রছাত্রীদের বিভিন্ন সাহায্যদান এরকম বিভিন্ন অনুষ্ঠান এই গ্রামে করা হবে। জঙ্গলঘেরা এই পিছিয়েপড়া ছোট্ট গ্রামটির দুঃস্থ মানুষদের পাশে সারাবছর এই ভাবেই থাকার ইচ্ছে প্রকাশ করেন ঋত্বিক বাবু।তবে এরকম অভিনব অনুষ্ঠানে খুশি সৃজনের সদস্য ছাড়াও এলাকার গ্রামবাসীরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584