দুঃস্থ লোধা-শবর খুদে পড়ুয়াদের বস্ত্র উপহার

0
49

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

clothes distribution at Jhargram | newsfront.co
নিজস্ব চিত্র

এ এক বিরল দৃশ্য! খুদে পড়ুয়ারা তুলে দিচ্ছে আরেক খুদে পড়ুয়ার হাতে নতুন জামা-প্যান্ট। খুদেরা পুজোতে নিজেদের জামা নিতেই যখন ব্যস্ত থাকে তখনই ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকল ঝাড়গ্রাম শহরের সানি পয়েন্ট স্কুলের খুদে পড়ুয়ারা। এদিন কদমকাননের শিরশিচক প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন দুঃস্থ পড়ুয়াদের হাতে নতুন জামা-প্যান্ট তুলে দেয় ঝাড়গ্রাম সানি পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ। এদিন মহালয়া উপলক্ষে স্কুলে শারদানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে স্কুলের খুদে পড়ুয়ারা নানা অনুষ্ঠান উপস্থাপন করে। স্কুলের সম্পাদক তিমির মল্লিক বলেন,‘পুজোতে বাচ্চারাই বেশি আনন্দ করে।

clothes distribution at Jhargram | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ তমলুকে বস্ত্রবিতরণ শুভেন্দুর

কিন্তু আমাদের শহরের মধ্যে অবস্থিত এমনই দুঃস্থ খুদে পড়ুয়া রয়েছে যাঁদের নতুন জামা-কাপড় কেনার তেমন সামর্থ্য নেই। তাই স্কুলের উদ্যোগে দুঃস্থ লোধা-শবর পড়ুয়াদের মুখে হাসি ফোটাতেই আমাদের স্কুলের খুদে পড়ুয়ারা এদিন তাদের হাতে মহালয়ার শুভক্ষণে নতুন জামা-প্যান্ট উপহার হিসেবে তুলে দিয়েছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here