বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি পুজোর। আর তার আগেই রবিবার শিলিগুড়ি মহকুমার দার্জিলিং রুরাল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উদ্ধোধন হল পুজোর গাইড ম্যাপ।এছাড়াও এদিন দুস্থদের-কে বস্ত্র ও রেশন সামগ্রী তুলে দেওয়া হয়,লাইন্স ক্লাব অফ শিলিগুড়ি অফ ইউনিটির পক্ষ থেকে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসোনাল এসপি হরকিষন পাই,রুরাল ডিএসপি প্রবীর মন্ডল,সিআই কল্যাণ গুরুঙ্গ,ঘোষপুকুর রুরাল যোনের ট্রাফিক ওসি সঞ্জীব দত্ত,খড়িবাড়ি ব্লকের সভাপতি বাদল সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা।সবশেষে এডিসোনাল এসপি হরকিষন পাই বলেন যে “এদিন পুজো গাইড ম্যাপের উদ্ধোধন করা হল। এবং এর পাশাপাশি সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে বার্তা দেওয়া ও সাধারণ মানুষদের সঙ্গে পুলিশের সম্পর্ককে আরও ভালো করতে এটি একটি সামাজিক অনুষ্ঠান।”তিনি আরও বলেন যে পুজোতে যেসব জায়গাতে বেশি ভীড় হয় সেই জায়গাগুলিতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ রায়গঞ্জ বন্দরের সুপ্রাচীন দুর্গাপুজো
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584