নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
পুজোর আগে মলিন মুখে হাসি ফোটাল ঝাড়গ্রামের রামকৃষ্ণ মিশন আশ্রম।৩৮০ জন বিভিন্ন বয়সের দুঃস্থ মানুষজনের হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়া হল ।এদিন ঝাড়গ্রাম একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের বিবেকানন্দ সভাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছিলেন ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সরেন,ঝাড়গ্রামের এসডিপিও দীপক সরকার,রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শুভকরানন্দ।ঝাড়গ্রাম শহরের ১৮ টি ওয়ার্ডের মধ্যে ১২ টি ওয়ার্ডের দুঃস্থ মানুষজনের পাশাপাশি,গ্রামীণ এলাকারও বহু গরীব মানুষজন এদিন এসেছিলেন।স্বামী শুভকরানন্দ জানান,”এদিন মোট ৩৮০ জনকে নতুন পোষাক দেওয়া হয়েছে।আশ্রমের তরফ থেকে এটি একটি সামান্য মানবিক প্রয়াস।” আশ্রম সূত্রে জানা যায়,পোশাক প্রাপক দুঃস্থদের এদিন পাত পেড়ে দুপুরের প্রসাদ খাওয়ানো হয়।
আরও পড়ুনঃ পুজো উদ্বোধনে স্বপ্ন সুন্দরী জয়াপ্রদা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584